ইউক্রেনের পূর্বাঞ্চলীয় দুর্গ থেকে পরিবারগুলো সরিয়ে নেওয়া হচ্ছে

বাসস
প্রকাশ: ১২ অক্টোবর ২০২৫, ১৪:৫০

ঢাকা, ১২ অক্টোবর, ২০২৫ (বাসস) : ইউক্রেনের পূর্বাঞ্চলের শক্ত ঘাঁটির দিকে রাশিয়া এগিয়ে আসায় সেখান থেকে পরিবারগুলোকে সরিয়ে নেওয়া হচ্ছে।

ইউক্রেনের ক্রামাতোরস্ক থেকে বার্তাসংস্থা এএফপি  জানায়, দেশটির পূর্বাঞ্চলীয় ক্রামাতোরস্কের কিছু অংশ থেকে কর্তৃপক্ষ পরিবার ও শিশুদের সরিয়ে নেওয়ার  নির্দেশ দিলে ৩৪ বছর বয়সী দুই সন্তানের মা অ্যাঞ্জেলা বোলোঞ্জ প্রথমে হতবাক হয়ে যান।

দোনেৎস্কের পূর্বাঞ্চলীয় নগরীটি এক দশকেরও বেশি সময় ধরে ইউক্রেনীয় প্রতিরোধের প্রতীক হয়ে দাঁড়িয়েছে। এটি ২০১৪ সালে রাশিয়াপন্থী বিচ্ছিন্নতাবাদীদের সংক্ষিপ্ত দখলের সঙ্গে লড়াই করে এবং ২০২২ সালে রাশিয়া হামলা চালানোর পর থেকে প্রতিরোধ করে আসছে।

কিন্তু মস্কো ক্রামাতোর্স্ক থেকে ২০ কিলোমিটারের কম দূরে অগ্রসর হচ্ছে ও নিয়মিত ড্রোন হামলা চালিয়ে যাচ্ছে। অ্যাঞ্জেলার মতো বাসিন্দারা একসময়ের অকল্পনীয় পরিস্থিতির সাথে লড়াই করেছে। তবে তাদের নগরীটি পূর্বাঞ্চরীয় অন্যান্য অনেক নগরীর ন্যায় বসবাসের অযোগ্য হয়ে উঠতে পারে তা তারা ভাবতেও পারেনি।

অ্যাঞ্জেলা শান্ত স্বরে তার জিনিসপত্র ভর্তি প্লাস্টিকের ব্যাগের স্তূপের দিকে চোখ রেখে জানায়, লোকজনকে সরে যাওয়ার ঘোষণা দেওয়ায় তারা চলে যেতে শুরু করেছে।

রাশিয়া দোনেৎস্ক অঞ্চলের প্রায় ৮০ শতাংশ নিয়ন্ত্রণে নিয়েছে এবং কয়েক মাস ধরে নগরীটির দিকে অগ্রসর হচ্ছে, আশা করছে ইউক্রেনের বিশাল সমভূমি ভেদ করে তারা এটি দখল করবে। অ্যাঞ্জেলার বাড়ির কাছে বিস্ফোরক ড্রোন উড়তে শুরু করলে, তার পাঁচ ও ১০ বছর বয়সী মেয়েদের সঙ্গে নিয়ে সেখান থেকে সরে যাওয়ার সিদ্ধান্ত নেয়।

৫ অক্টোবর, ক্রামাতোর্স্কের কেন্দ্রে কয়েক কিলোমিটার দীর্ঘ অপটিক্যাল ফাইবারের সুতোয় পরিচালিত একটি ড্রোন এক গাড়িতে আঘাত করে, যেটি ছিল নগরীর প্রথম ড্রোন হামলার ঘটনা।

ক্রামাতোর্স্কের কেন্দ্রস্থলে রাস্তাগুলো শান্ত থাকলেও, এর উপকণ্ঠে উত্তেজনা বিরাজ করছে।

ক্রামাতোর্স্কের দক্ষিণে প্রায় ১০ কিলোমিটার দূরে অবস্থিত শহর দ্রুজকিভকার দিকে যাওয়ার পথে, ড্রোন-বাধা দেওয়ার জালের আড়ালে গাড়িগুলো দ্রুতগতিতে ছুটে চলে।

রাস্তার পাশে, সৈন্যরা একটি সাঁজোয়া যান ঠিক করার চেষ্টা করছিল যার বাম্পার ড্রোনের আঘাতে উড়ে যায়।

এদিকে, আহত সৈন্যদের একটি চিকিৎসা কেন্দ্রে, চিকিৎসকরা রোগীদের চিকিৎসা দিতে হিমশিম খাচ্ছিলেন।

রাশিয়া শীতের আগে তার ড্রোন হামলা তীব্র করেছে।

রাশিয়া তার অগ্রগতি অব্যাহত রাখার সঙ্গে সঙ্গে, ইউক্রেনের পূর্ব দনবাস অঞ্চলের আরেকটি প্রধান দুর্গ স্লোভিয়ানস্কের বাসিন্দাদেরও সরিয়ে নেওয়ার আহ্বান জানিয়েছে।

অ্যাঞ্জেলা তার মা, বড় ভাই এবং তার শাশুড়িকে ছেড়ে যায়। কারণ, তারা বাড়ি ছেড়ে যেতে চান না।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুনামগঞ্জে অবৈধভাবে বালু উত্তোলন করায় ৬ জনের কারাদণ্ড
সিরাজগঞ্জে টিকা পাবে ১০ লাখ ৩৯ হাজার শিশু 
মুকুন্দলালের ৪৬তম মৃতুবার্ষিকী আগামীকাল
কুমিল্লায় বিশ্ব মানসিক স্বাস্থ্য দিবসে আলোচনা সভা
বিভিন্ন অপরাধে ২৬ জনকে গ্রেফতার করেছে কামরাঙ্গীরচর থানা পুলিশ
ধর্ম মন্ত্রণালয়ের নতুন সচিব কামাল উদ্দিন
দক্ষিণ আফ্রিকার বিপক্ষে ঐতিহাসিক জয় নামিবিয়ার
ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে টাইফয়েড টিকাদান কর্মসূচি শুরু
মুন্সীগঞ্জে হত্যা মামলায় দুইজনের যাবজ্জীবন
রাজবাড়ীতে টাইফয়েড টিকা কার্যক্রম শুরু: ৩ লাখ ১১ হাজার ৭২১জন শিশু টিকার আওতায়
১০