মিরপুর অগ্নিকাণ্ডে নিহতদের স্বজনদের ডিএনএ নমুনা সংগ্রহ করছে সিআইডি

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:০৮

ঢাকা, ১৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : রাজধানীর মিরপুরে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতদের পরিচয় নিশ্চিত করতে তাদের পরিবারের সদস্যদের থেকে ডিএনএ নমুনা সংগ্রহ শুরু করেছে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি)।

সিআইডির বিশেষ পুলিশ সুপার (মিডিয়া) জসিম উদ্দিন খান বাসসকে জানান, আজ সকাল থেকে বেলা ১১টা ৫৫ মিনিট পর্যন্ত ছয়টি পরিবারের সদস্য সিআইডির ফরেনসিক ল্যাবে গিয়ে ডিএনএ পরীক্ষার জন্য নমুনা দিয়েছেন।

পুলিশ জানায়, মিরপুরের রূপনগর শিয়ালবাড়ি এলাকায় গত মঙ্গলবারের ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহত ১৬ জনের মরদেহ ডিএনএ পরীক্ষার পরই স্বজনদের কাছে হস্তান্তর করা হবে।

রূপনগর থানার উপ-পরিদর্শক (এসআই) মুকলেসুর রহমান লস্কর বুধবার গণমাধ্যমকে জানান, একাধিক পরিবার একই মরদেহ নিজেদের দাবি করেছে। ‘এজন্য যেকোন ধরণের বিভ্রান্তি এড়াতে মরদেহ হস্তান্তরের আগে ডিএনএ পরীক্ষা করার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।’

তৈরি পোশাক কারখানা (আরএমজি) থেকে উদ্ধার হওয়া ১৬টি মরদেহের প্রাথমিক তদন্ত প্রতিবেদন ইতোমধ্যে সম্পন্ন হয়েছে।

ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল বৃহস্পতিবার ছয়টি মরদেহের হাড় ও টিস্যুর নমুনা সংগ্রহ করেছে। সিআইডির ফরেনসিক ল্যাব পরীক্ষক মো. মাসুদ রাব্বীর উপস্থিতিতে সেগুলোর ময়নাতদন্ত সম্পন্ন হয়।

রাব্বী গণমাধ্যমকে জানান, বাকি ১০টি মরদেহের নমুনা আগামীকাল সংগ্রহ করা হবে। নিহতদের স্বজনদের তিনি বৃহস্পতিবার সকাল ৯টায় মালিবাগে সিআইডি সদর দফতরের ল্যাবে গিয়ে নিজেদের ডিএনএ নমুনা দিতে অনুরোধ করেছেন। সংগ্রহ করা নমুনাগুলো মিলিয়ে মরদেহগুলোর পরিচয় শনাক্ত করা হবে।

উল্লেখ্য, গত মঙ্গলবার সকালে রূপনগর এলাকায় একটি তৈরি পোশাক কারখানা ও পাশের রাসায়নিক গুদামে ভয়াবহ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে। ফায়ার সার্ভিস সদস্যরা ওই দিনই পোশাক কারখানা থেকে ১৬টি মরদেহ উদ্ধার করে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের মর্গে পাঠান।

পোশাক কারখানার আগুন মঙ্গলবারই নিয়ন্ত্রণে আসে। তবে রাসায়নিক গুদামের আগুন বুধবার বিকেল পর্যন্ত আংশিক নিয়ন্ত্রণে আনা সম্ভব হয়।

ফায়ার সার্ভিস কর্মকর্তারা জানান, আগুন পুরোপুরি নেভাতে আরও কিছু সময় লাগতে পারে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাশিয়ার ‘হাইব্রিড’ হুমকি মোকাবিলায় কর্মপরিকল্পনা প্রণয়ন করছে জার্মানি : মের্ৎস
আফগানিস্তান-পাকিস্তান অস্ত্রবিরতিকে স্বাগত জানালো ইরান, সংলাপের আহ্বান
ফরমুলা স্টুডেন্ট চায়না ২০২৫-এ এমআইএসটি ব্লিটজের গৌরবোজ্জ্বল সাফল্য
শহীদ আবু সাঈদের আত্মত্যাগ সারাবিশ্বের জন্য স্মরণীয় : ইরানি রাষ্ট্রদূত
মা ইলিশ রক্ষায় সারাদেশে নৌ-বাহিনীর অভিযান
দুই শতাব্দীর ইতিহাস বহন করছে পাবনা
নানা কর্মসূচিতে সিভাসু’তে বিশ্ব খাদ্য দিবস পালিত
তিন ভুয়া বিদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা ক্যাম্পাসে ভর্তিতে ইউজিসি’র সতর্কতা
এইচএসসি পরীক্ষায় সেনাবাহিনী পরিচালিত শিক্ষা প্রতিষ্ঠানসমূহের অসাধারণ সাফল্য
কালো ধোঁয়া, শব্দ ও বায়ুদূষণ রোধে অভিযানে জরিমানা আদায়
১০