সাভার ও গৌরীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে তিতাসের অভিযান

বাসস
প্রকাশ: ১৬ অক্টোবর ২০২৫, ১৬:৪১
জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল বুধবার সাভার এবং গৌরীপুরের বিভিন্ন এলাকায় অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্নে অভিযান পরিচালনা করা হয় । ছবি : পিআইডি

ঢাকা, ১৬ অক্টোবর ২০২৫(বাসস): অবৈধ সংযোগ বিচ্ছিন্ন এবং চুরি রোধে তিতাস গ্যাস ট্রান্সমিশন অ্যান্ড ডিস্ট্রিবিউশন কোম্পানি পিএলসির উদ্যোগে জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগের নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে গতকাল সাভার এবং গৌরীপুরের বিভিন্ন এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে প্রায় ৬০০ মিটার অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ এবং ৪ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার এলাকায় নির্বাহী ম্যাজিস্ট্রেট পরিচালিত অভিযানে ওমরপুর ও রাজফুলবাড়িয়ায় দুইটি শিল্পকারখানার অবৈধ গ্যাস সংযোগ বিচ্ছিন্ন করা হয়। এ সময় আনুমানিক ৪৫০ মিটার অবৈধ বিতরণ লাইন এবং ৭০০ ফুট পাইপ অপসারণ করা হয়।

ভ্রাম্যমাণ আদালতের নির্দেশে স্থানীয় উত্তরণ ফ্যাশন এবং মুবতাদি গার্মেন্টস নামক দুইটি শিল্পপ্রতিষ্ঠানে অবৈধ গ্যাস সংযোগ স্থায়ীভাবে বিচ্ছিন্ন করা হয় এবং সোর্স পয়েন্ট বন্ধ করে দেওয়া হয়। অবৈধ গ্যাস ব্যবহারের দায়ে দুই প্রতিষ্ঠানকে দুই লাখ টাকা করে মোট চার লাখ টাকা অর্থদণ্ড করে তাৎক্ষণিক তা আদায় করা হয়।

এছাড়া, কুমিল্লার গৌরীপুরে নির্বাহী ম্যাজিস্ট্রেটের নেতৃত্বে অভিযান পরিচালিত হয়। দাউদকান্দির ভূলিরপাড়, বাগানবাড়ি, গৌরীপুর পশ্চিম বাজার এলাকায় অবৈধ আবাসিক গ্যাস সংযোগের বিরুদ্ধে অভিযান পরিচালনা করা হয়। অভিযানে চারটি অবৈধ এবং চারটি অতিরিক্তসহ মোট আটটি সংযোগ বিচ্ছিন্ন করা হয়। অবৈধভাবে গ্যাস ব্যবহারের দায়ে মোট ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
নাটোরে সাত ডাকাত গ্রেপ্তার
নরসিংদীতে কৃতী শিক্ষার্থীদের সংবর্ধনা
সাতক্ষীরায় ৮০০ কেজি পলিথিন জব্দ ও জরিমানা ভ্রাম্যমাণ আদালতের 
নোয়াখালীতে মানসিক স্বাস্থ্য দিবস উপলক্ষে র‌্যালি
সিলেটে পাসের হার কম মানবিক বিভাগে
সৈয়দপুর সরকারি বিজ্ঞান কলেজ ধরে রেখেছে শতভাগ পাসের সফলতা
চব্বিশের গণঅভ্যুত্থানে ঢাল হয়ে দাঁড়িয়েছিল দেশপ্রেমিক সেনাবাহিনী: চিফ প্রসিকিউটর
আইসিসির মাস সেরা অভিষেক ও মান্ধানা
ওনিয়ন ব্লোয়ার মেশিন ব্যবহারে ফরিদপুরে পেঁয়াজের ঘাটতি মিটবে শতভাগ
বিএফআইইউ সাবেক প্রধান শাহীনুলের দেশত্যাগে নিষেধাজ্ঞা
১০