দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা

বাসস
প্রকাশ: ২০ অক্টোবর ২০২৫, ২২:৪৫

ঢাকা, ২০ অক্টোবর, ২০২৫(বাসস) : পরিবেশ অধিদপ্তর হাইড্রোলিক হর্ন ব্যবহার, নিষিদ্ধ পলিথিন মজুদ ও বিক্রি এবং শব্দদূষণ নিয়ন্ত্রণে উল্লেখযোগ্য ব্যবস্থা গ্রহণ করেছে। দেশের বিভিন্ন জেলায় একযোগে পরিচালিত মোবাইল কোর্ট অভিযান হয়।

আজ ঢাকার রামপুরা এলাকায় পরিবেশ অধিদপ্তর সদর দপ্তরের মনিটরিং ও এনফোর্সমেন্ট উইং এবং বিআরটিএ’র যৌথ উদ্যোগে এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট আশিক আহমেদের নেতৃত্বে মোবাইল কোর্ট পরিচালনা করা হয়।

অভিযানে ১৫টি যানবাহন পরীক্ষা করা হয়, যার মধ্যে ৬টি যানবাহনে অতিরিক্ত শব্দ ও হাইড্রোলিক হর্ন ব্যবহারের দায়ে ১৬ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি হর্ন জব্দ করা হয়। বিআরটিএ কর্তৃপক্ষও এ অভিযানে ১১টি মামলা ও ২টি বাস ডাম্পিংয়ে দেয়।

রাজবাড়ীতে আলাদিপুর জামাই পাগলের মাজার গেট এলাকায় জেলা প্রশাসন ও পরিবেশ অধিদপ্তরের যৌথ উদ্যোগে মোবাইল কোর্ট পরিচালনা করেন এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মো. হাফিজুর রহমান। অভিযানে ২টি হাইড্রোলিক হর্ন জব্দ ও ১ হাজার টাকা জরিমানা আদায় করা হয়।

মেহেরপুরে জেলা প্রশাসনের এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোছাম্মৎ খাদিজা আকতারের নেতৃত্বে পরিচালিত অভিযানে ৪টি মামলা দায়ের, ২ হাজার টাকা জরিমানা আদায় এবং ৮টি নিষিদ্ধ হর্ন ধ্বংস করা হয়।

অন্যদিকে, ঝিনাইদহ জেলার হরিণাকুন্ডু উপজেলায় নির্বাহী ম্যাজিস্ট্রেট ও সহকারী কমিশনার (ভূমি) ঈষিতা আক্তারের নেতৃত্বে পরিচালিত অভিযানে নিষিদ্ধ ঘোষিত পলিথিন মজুদ ও বিক্রয়ের দায়ে ৩টি মামলায় ৮ হাজার টাকা জরিমানা আদায় এবং ২৪ দশমিক ৫ কেজি পলিথিন জব্দ করা হয়।

নারায়ণগঞ্জের সদর উপজেলায় এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট মোঃ তারিকুল ইসলামের নেতৃত্বে পরিচালিত অভিযানে শব্দদূষণ নিয়ন্ত্রণ বিধি লঙ্ঘনের দায়ে ১টি যানবাহন থেকে ২ হাজার টাকা জরিমানা আদায় ও ১টি হর্ন জব্দ করা হয়।

পরিবেশ অধিদপ্তর জানিয়েছে, দেশব্যাপী পরিবেশ সুরক্ষা, শব্দদূষণ নিয়ন্ত্রণ, নিষিদ্ধ পলিথিন প্রতিরোধ এবং টেকসই পরিবেশ নিশ্চিত করতে এ ধরনের অভিযান অব্যাহত থাকবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দিনাজপুরে শেখ হাসিনাসহ ১১৮ জনের বিরুদ্ধে নাশতার মামলা দায়ের
অবিশ্বাস্য হারে বিশ্বকাপ থেকে বিদায় নিল বাংলাদেশ
অগ্নিনিরাপত্তায় সচেতনতা বৃদ্ধির জন্য নরসিংদীতে গণসংযোগ কার্যক্রম
রাজধানীর মোহাম্মদপুরে বিভিন্ন অপরাধে জড়িত ২০ জন গ্রেফতার
ট্রাফিক আইন লঙ্ঘনে ডিএমপির ১,৭৭৯ মামলা
টাঙ্গাইল জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি বীর মুক্তিযোদ্ধা হামিদুল হক মোহন আর নেই
দেশজুড়ে পরিবেশ অধিদপ্তরের অভিযান: বাস ডাম্পিং, হাইড্রোলিক হর্ন, নিষিদ্ধ পলিথিন জব্দ ও জরিমানা
জালিয়াতি, অনিয়মের অভিযোগে তিনটি প্রতিষ্ঠানে দুদকের অভিযান
জুলাই যোদ্ধাদের সঙ্গে ঐকমত্য কমিশনের বৈঠক
গাজায় ১৫৩ টন বোমা ফেলেছে ইসরাইল
১০