দুদকের রিমান্ডে আরামিট পিএলসির ৩ কর্মকর্তা

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩১

ঢাকা, ২৬ অক্টোবর, ২০২৫ (বাসস) : দুর্নীতি দমন কমিশনের (দুদক) দায়ের করা মামলায় আরামিট পিএলসির তিন কর্মকর্তা- মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উৎপল পালকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদ শুরু হয়েছে।

দুদকের জেলা কার্যালয়, ঢাকা-১ এর উপসহকারী পরিচালক মো. সজীব আহমেদের তদন্তাধীন মামলার এজাহারভুক্ত আসামিদের আজ রোববার দুপুরে কেরানীগঞ্জ কারাগার থেকে রিমান্ড কার্যকরের জন্য দুদক প্রধান কার্যালয়ে আনা হয়।

দুদকের প্রধান কার্যালয়ে আয়োজিত এক নিয়মিত মিডিয়া ব্রিফিংয়ে এ তথ্য জানান সংস্থাটির জনসংযোগ বিভাগের উপ-পরিচালক মো. আকতারুল ইসলাম।

এর আগে, গত ২৩ অক্টোবর দুদক আসামিদের ৭ দিনের রিমান্ড আবেদন করলে ঢাকার মহানগর সিনিয়র স্পেশাল জজ আদালত তাদের ৫ দিনের রিমান্ড মঞ্জুর করেন।

দুদক জানায়, আসামি মো. আব্দুল আজিজ, মোহাম্মদ জাহাঙ্গীর আলম ও উৎপল পাল সাবেক ভূমিমন্ত্রী সাইফুজ্জামান চৌধুরীর ঘনিষ্ঠ সহযোগী হিসেবে বাংলাদেশ থেকে বিদেশে অর্থ পাচার এবং সেখানে সম্পত্তি ক্রয়-বিক্রয় ও ব্যবস্থাপনায় সক্রিয় ভূমিকা রাখেন। তারা সাইফুজ্জামান চৌধুরীর সঙ্গে যোগসাজশে নিজেদের নামে নামসর্বস্ব কাগুজে প্রতিষ্ঠান খুলে ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক পিএলসিসহ একাধিক ব্যাংক থেকে ভুয়া ঋণ গ্রহণ করে শত শত কোটি টাকা আত্মসাতে সহায়তা করেন।

দুদক আরও জানায়, রিমান্ডে জিজ্ঞাসাবাদের মাধ্যমে ঋণের নামে আত্মসাতকৃত বিপুল অর্থ বিদেশে পাচারের বিস্তারিত তথ্য এবং সংশ্লিষ্ট ব্যক্তিদের সম্পৃক্ততা উদঘাটনের চেষ্টা চলছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু
ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: নাজিম উদ্দিন আলম
সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা অপরিহার্য: সিনিয়র সচিব মমতাজ আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
দিনাজপুরে মাদক সহ আটক ২  
১০