বাবা হারালেন ব্যারিস্টার সায়েম, তারেক রহমানের শোক

বাসস
প্রকাশ: ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৩৪ আপডেট: : ২৬ অক্টোবর ২০২৫, ১৮:৪৯
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। ফাইল ছবি

ঢাকা, ২৫ অক্টোবর, ২০২৫ (বাসস) : বাংলাদেশ জাতীয়তাবাদী দলের (বিএনপি)’র ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের মানবাধিকার বিষয়ক উপদেষ্টা ও বিএনপি মিডিয়া সেলের সদস্য ব্যারিস্টার আবু সায়েমের বাবা মো. মফিজ উল্লাহ ইন্তেকাল করেছেন (ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।

আজ রোববার সকাল ৯টায় রাজধানীর ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮১ বছর।

বেশ কিছুদিন ধরে তিনি বার্ধক্যজনিত নানা জটিলতা ও হৃদরোগে ভুগছিলেন। গত কয়েকদিন তিনি ইউনাইটেড হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। তিনি স্ত্রী, এক পুত্র ও দুই কন্যাসহ অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

মো. মফিজ উল্লাহর মৃত্যুতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছেন। এক বার্তায় তিনি মরহুমের আত্মার মাগফিরাত কামনা করেন এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানান।

বিএনপি মিডিয়া সেলের পক্ষ থেকেও এক শোকবার্তায় তার মৃত্যুতে গভীর শোক ও পরিবারের প্রতি গভীর সমবেদনা জানানো হয়েছে।

শোকবার্তায় বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল ও সদস্য সচিব শহীদউদ্দীন চৌধুরী এ্যানি বলেন, ‘মরহুম মো. মফিজ উল্লাহ ছিলেন একজন সৎ, শিক্ষানুরাগী ও মানবিক মানুষ। মহান আল্লাহ তাআলা তাকে জান্নাতুল ফেরদৌস দান করুন এবং শোকার্ত পরিবারবর্গকে ধৈর্য ধারণের শক্তি দান করুন।’

মরহুম মো. মফিজ উল্লাহ পেশাজীবনে সাবেক জেলা প্রাথমিক শিক্ষা অফিসার ছিলেন। তার গ্রামের বাড়ি নোয়াখালী সদর উপজেলার লক্ষী নারায়ণপুর গ্রামে। তিনি ছিলেন একজন নিবেদিতপ্রাণ সমাজসেবক ও শিক্ষানুরাগী।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাতকানিয়ায় পাহাড় কাটায় ইটভাটা মালিককে দুই লাখ টাকা জরিমানা
জলবায়ু ঝুঁকি মোকাবেলায় শক্তিশালী অভিযোজন প্রচেষ্টার আহ্বান বিমসটেকের
মতিঝিল-শাহবাগ সেকশনে মেট্রোরেল চলাচল পুনরায় শুরু
ঢাবিতে ব্রেস্ট ক্যান্সার সচেতনতায় আলোচনা সভা অনুষ্ঠিত
তারেক রহমানের নেতৃত্বে বাংলাদেশ বিনির্মাণে ধানের শীষের বিকল্প নেই: নাজিম উদ্দিন আলম
সুস্থ জাতি গঠনে মা ও শিশুর সুস্থতা অপরিহার্য: সিনিয়র সচিব মমতাজ আহমেদ
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে রাকসুর নবনির্বাচিত প্রতিনিধিদের শপথ গ্রহণ
আইআইইউসি টাওয়ার অর্থ আত্মসাতের অভিযোগে ১৬ জনের বিরুদ্ধে দুদকের মামলা
চুয়াডাঙ্গায় দুদকের ১৮৮ তম গণশুনানি আগামীকাল
নীতি-আদর্শ ছাড়া শুধু দল ও নেতা পরিবর্তনে শান্তি আসতে পারে না: ফয়জুল করীম
১০