অবৈধ গ্যাস সংযোগ উচ্ছেদে তিতাসের অভিযান, জরিমানা আদায়

বাসস
প্রকাশ: ০৬ নভেম্বর ২০২৫, ১৯:৪৮

ঢাকা, ৬ নভেম্বর, ২০২৫ (বাসস) : তিতাস গ্যাস কর্তৃক গ্যাসের অবৈধ ব্যবহার শনাক্তকরণ এবং উচ্ছেদ অভিযান কার্যক্রম চলমান রয়েছে।

নিয়মিত অভিযানের অংশ হিসেবে বুধবার মনিজা খাতুন, এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট, জ্বালানি ও খনিজ সম্পদ বিভাগ -এর নেতৃত্বে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর মেট্রো ঢাকা বিপণন বিভাগ-৪ (গুলশান কার্যালয়) আওতাধীন উত্তরা বিক্রয় শাখা, উত্তরখান, মাদার বাড়ি, চামুর খান এলাকার চারটি স্পটে অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে।

অভিযানে অবৈধভাবে গ্যাস ব্যবহার করার কারণে জিন্স ওয়াশিং স্টাইলিং প্ল্যান্ট, টিএসএফ ওয়াশিং প্ল্যান্ট, জি ওয়াশিং প্ল্যান্ট ও ব্রাদার ওয়াশিং প্ল্যান্ট নামক প্রতিষ্ঠান থেকে মোট ২ লাখ টাকা জরিমানা আদায় করা হয়েছে।

একই দিনে তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ-সাভার, জোবিঅ-আশুলিয়া -এর নিজস্ব ব্যবস্থাপনায় আশুলিয়ার বাগবাড়ী, কাশিমপুর, গাজীপুর (আশুলিয়া নেটওয়ার্ক) এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়। 

অভিযানে ১ কিলোমিটার এলাকার দুইশ’টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে। 

এ সময় প্রায় ৫০০ ফুট লাইন পাইপ অপসারণ ও জব্দ করা হয়েছে। এতে মাসিক ৫ লাখ ১৩ হাজার ৭৯২ টাকার গ্যাস সাশ্রয় সম্ভব হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর জোবিঅ- কিশোরগঞ্জ ও রাজস্ব উপশাখা -কিশোরগঞ্জ এর যৌথ সহায়তায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। অভিযানে অবৈধ কারণে একটি সংযোগের দুই চুলা ও বকেয়ার কারণে চারটি সংযোগের ৯টি ডাবল চুলাসহ মোট পাঁচটি সংযোগের ১১টি ডাবল চুলার সংযোগ বিচ্ছিন্ন করা হয়েছে।

এছাড়া, তিতাস গ্যাস ট্রান্সমিসন এণ্ড ডিষ্ট্রিবিউশন পিএলসি -এর আঞ্চলিক বিক্রয় বিভাগ- চন্দ্রা, জোবিঅ-চন্দ্রা আওতাধীন পাশার গেট, পুর্ব চন্দ্রা, কালিয়াকৈর, গাজিপুর এলাকায় অবৈধ বিতরণ লাইন উচ্ছেদ ও সংযোগ বিচ্ছিন্নের জন্য অভিযান পরিচালিত হয়েছে। 

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
মালদ্বীপে বাংলাদেশি বিশ্ববিদ্যালয়ের শাখা খোলার প্রস্তাব
জাতীয় বিপ্লব ও সংহতি দিবস কাল
পাঁচটি ব্যাংক একীভূতকরণে শেয়ারহোল্ডারদের ক্ষতিপূরণ দেওয়া হবে : বাংলাদেশ ব্যাংক
এলজিইডির প্রধান প্রকৌশলীর দায়িত্বে জাবেদ করিম
স্লোভাকিয়ায় ভালুক নিধনের বিরুদ্ধে ইইউ’তে অভিযোগ দিয়েছে গ্রিনপিস
এনসিপির মনোনয়ন ফরম বিতরণ শুরু
১০ নভেম্বর পর্যন্ত ভোটার এলাকা স্থানান্তরের আবেদন করা যাবে : ইসি
রংপুরে টি২০ ক্রিকেট টুর্নামেন্টে সুপার ওভারে কিংসম্যান চ্যাম্পিয়ন
রাজশাহী বিশ্ববিদ্যালয়ে ৪ দিনব্যাপী পর্যটন মেলা ও খাদ্য উৎসব শুরু
বাছাইপর্বের জন্য সানেকে দলে ফিরিয়েছে জার্মানী, নতুন মুখ এল মালা
১০