গণঅভ্যুত্থানের মাধ্যমে জনগণ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে : ভিপি নূর

বাসস
প্রকাশ: ১৭ নভেম্বর ২০২৫, ১৮:৪৫
আজ সোমবার টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে কথা বলেন গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর। ছবি: বাসস

টাঙ্গাইল, ১৭ নভেম্বর, ২০২৫ (বাসস): গণঅধিকার পরিষদের সভাপতি ও সাবেক ডাকসু ভিপি নুরুল হক নুর বলেছেন, ২০২৪ সালের গণঅভ্যুত্থানের মধ্য দিয়ে দেশের মানুষ আওয়ামী লীগকে প্রত্যাখ্যান করেছে।

আজ সোমবার টাঙ্গাইলে মওলানা আবদুল হামিদ খান ভাসানীর ৪৯তম মৃত্যুবার্ষিকীতে তার মাজারে পুষ্পস্তবক অর্পণ শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ মন্তব্য করেন।

নুর বলেন, ‘আওয়ামী লীগ জনগণের সমর্থন হারালেও দেশের বিভিন্ন স্থানে তাদের সাধারণ নেতাকর্মী রয়েছেন, যারা কেবল পরিস্থিতির কারণে দলটির সঙ্গে ছিলেন এবং কাউকে নির্যাতন করেননি। বিএনপি, জামায়াত, গণঅধিকার পরিষদ, এনসিপিসহ সব রাজনৈতিক দলের প্রতি আহ্বান এদের রাজনীতিতে জায়গা করে দিন।

তিনি অভিযোগ করেন, বিদেশে বিলাসী জীবনযাপনকারী কিছু ব্যক্তি আওয়ামী লীগ নেতাকর্মীদের দিয়ে ককটেল ফাটানো ও নাশকতার উস্কানি দিচ্ছে। এ ধরনের কথাবার্তায় কর্ণপাত না করার আহ্বান জানান তিনি।

গণঅধিকার পরিষদের সভাপতি বলেন, ১৯৭৫ সালের পর ২১ বছর আওয়ামী লীগ ক্ষমতায় যেতে পারেনি।

একইভাবে ২০২৪ সালের গণঅভ্যুত্থানের পর আগামী ৪১ বছর দলটি রাজনীতিতে দাঁড়াতে পারবে না বলেও মন্তব্য করেন তিনি।

দেশে নাশকতার সঙ্গে জড়িত ফ্যাসিস্ট শক্তির বিরুদ্ধে আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনীকে কঠোর ব্যবস্থা নেওয়ার আহ্বান জানান নুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
খুনি হাসিনার বিরুদ্ধে দেয়া রায় কার্যকর না হওয়া পর্যন্ত চূড়ান্ত বিজয় হবে না: গণঅধিকার পরিষদ
প্রভোস্ট আ্যাওয়ার্ড পেলেন ঢাবি অমর একুশে হলের ১৩ শিক্ষার্থী
লিওনাইস ৩য় গ্র্যান্ড মাস্টার্স দাবা প্রতিযোগিতার তৃতীয় রাউন্ড অনুষ্ঠিত
ফ্যাসিবাদী শাসনের বিরুদ্ধে এ রায় ন্যায়বিচার প্রতিষ্ঠার ক্ষেত্রে গুরুত্বপূর্ণ ধাপ : গণসংহতি আন্দোলন
জাঞ্জিবারকে উড়িয়ে দিয়েছে নেপাল
আফ্রিকার ৬ দেশে রয়েছে রুশ সেনা উপস্থিতি: রাষ্ট্রীয় টিভি
সুনামগঞ্জে রোপা আমনের বাম্পার ফলন
জাকির-দিশানের হাফ-সেঞ্চুরিতে এগিয়ে সিলেট
নভেম্বর মাসের প্রথম ১৬ দিনে রেমিট্যান্স প্রবাহ ৩৫.২ শতাংশ বৃদ্ধি
দেশের ১৬৫ উপজেলার প্রাথমিক বিদ্যালয়ে স্কুল ফিডিং কার্যক্রম শুরু 
১০