ডিএনসিসিতে এডিস মশা নিয়ন্ত্রণে এসআইটি প্রযুক্তি নিয়ে মতবিনিময় সভা

বাসস
প্রকাশ: ০৯ ডিসেম্বর ২০২৫, ১৯:২৮

ঢাকা, ৯ ডিসেম্বর, ২০২৫ (বাসস): ঢাকা উত্তর সিটি কর্পোরেশনে (ডিএনসিসি) এডিস মশা নিয়ন্ত্রণে সমন্বিত বালাইনাশক ব্যবস্থাপনায় এসআইটি বা বন্ধ্যা কীট প্রযুক্তির ব্যবহার নিয়ে মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়েছে। আজ স্বাস্থ্য বিভাগের উদ্যোগে জনসচেতনতা তৈরির লক্ষ্যে এক মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

ডিএনসিসির প্রধান স্বাস্থ্য কর্মকর্তা ব্রিগেডিয়ার জেনারেল ইমরুল কায়েস চৌধুরী’র সভাপতিত্বে সভায় প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ।

এসময় ডিএনসিসি প্রশাসক মোহাম্মদ এজাজ বলেন, ডেঙ্গু প্রতিরোধে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক প্রযুক্তির সমন্বয় অত্যন্ত জরুরি। বিশ্বের অন্যতম বৃহৎ মেগাসিটি হিসেবে ঢাকা সিটির বিশেষ বৈশিষ্ট্য বিবেচনায় নিয়ে ডেঙ্গু প্রতিরোধে জনসচেতনতা বৃদ্ধি, পরিচ্ছন্নতা কার্যক্রম, উদ্ভাবনী প্রযুক্তির ব্যবহার এবং নাগরিক অংশগ্রহণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে বিভিন্ন কর্মসূচি বাস্তবায়ন করা হবে।

সভায় উপস্থিত বিশেষজ্ঞরা এডিস মশা নিয়ন্ত্রণে প্রচলিত ব্যবস্থার পাশাপাশি আধুনিক ও বৈজ্ঞানিক সমাধান হিসেবে এসআইটি বা বন্ধ্যা কীট প্রযুক্তির কার্যকারিতা তুলে ধরেন। বিশেষজ্ঞ দল কিউবার হাভানা ও স্পেনের ভ্যালেন্সিয়া শহরে এসআইটি প্রযুক্তি সফলভাবে ব্যবহার করার দৃষ্টান্ত উপস্থাপন করেন। এই প্রযুক্তির মাধ্যমে পরিবেশের ওপর কোনো নেতিবাচক প্রভাব না ফেলেই নিরাপদ, টেকসই ও দীর্ঘমেয়াদি উপায়ে এডিস মশার সংখ্যা হ্রাস করা সম্ভব বলে জানানো হয়।

মতবিনিময় সভায় মশক নিয়ন্ত্রণ বিশেষজ্ঞ ও গবেষক, স্বাস্থ্য বিশেষজ্ঞ, কীটতত্ত্ববিদ, সংশ্লিষ্ট দপ্তরের কর্মকর্তাবৃন্দ এবং বাংলাদেশ পরমাণু শক্তি কমিশনের প্রতিনিধিগণ অংশ নেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
বাংলাদেশে বাবরি মসজিদ নির্মাণ হচ্ছে দাবিতে ছড়ানো ছবি এআই-সৃষ্ট : ফ্যাক্টওয়াচ
খালেদা জিয়ার রোগমুক্তি কামনায় ঢাবির রোকেয়া হলে ছাত্রদলের দোয়া মাহফিল
ইউক্রেন ইস্যুতে ট্রাম্পের বক্তব্য রাশিয়ার দৃষ্টিভঙ্গির সঙ্গে সামঞ্জস্যপূর্ণ : ক্রেমলিন
জুলাইয়ের আকাঙ্ক্ষা বাস্তবায়নে হাতপাখার বিজয় নিশ্চিত করতে হবে : রেজাউল করীম
টিআইবি’র দুর্নীতিবিরোধী কার্টুন প্রতিযোগিতার ফল ঘোষণা 
রায়পুরার সংঘাত বন্ধে কম্বিং অপারেশন করা হবে: স্বরাষ্ট উপদেষ্টা
বাংলা একাডেমিতে ‘বিজয় বইমেলা’ শুরু 
লালমনিরহাটে জন্মান্ধ হাফেজা খাদিজার পাশে বিএনপি নেতা দুলু
শিক্ষা প্রতিষ্ঠানে অতীতের মত দলাদলি চলবে না : ড. আমানুল্লাহ
ফ্রাঙ্কো-জার্মান মানবাধিকার পুরস্কার পেলেন সুমাইয়া ইসলাম
১০