ওয়ানডেতে হতাশাজনক রেকর্ড নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফি শুরু করবে বাংলাদেশ

বাসস
প্রকাশ: ১৯ ফেব্রুয়ারি ২০২৫, ১৫:৩৭

ঢাকা, ১৯ ফেব্রুয়ারি ২০২৫ (বাসস) : সাম্প্রতিক সময়ে ওয়ানডে ক্রিকেটে বাংলাদেশের পারফরমেন্স হতাশাজনক। সর্বশেষ ১২ ম্যাচের মধ্যে মাত্র ৪টিতে জিতেছে টাইগাররা।

এমন রেকর্ড সাথে নিয়েই শিরোপা জয়ের লক্ষ্য নিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফিতে বাংলাদেশ খেলতে যাচ্ছে-দেশ ছাড়ার আগেই এমন মন্তব্যই করেছিলেন টাইগার অধিনায়ক নাজমুল হোসেন শান্ত।

পরিসংখ্যান বলছে, ভারতে ২০২৩ সালের ওয়ানডে বিশ্বকাপের পর ৫০ ওভারের ক্রিকেটে জয়ের চেয়ে বেশি ম্যাচ হেরেছে বাংলাদেশ।

এই সময়ে ১২ ম্যাচ খেলে চারটিতে জয় ও ৮টিতে হেরেছে বাংলাদেশ। ঘরের মাঠে শ্রীলংকার কাছে ২-১ ব্যবধানে জয় ছাড়া, অন্য তিনটি দ্বিপাক্ষিক সিরিজে হেরেছে টাইগাররা।

২০২৪ সালের ডিসেম্বরে ওয়েস্ট ইন্ডিজ সফরে তিন ম্যাচের সিরিজে হোয়াইটওয়াশ হয় বাংলাদেশ। যা ছিল টাইগারদের শেষ ওয়ানডে সিরিজ।

ওয়েস্ট ইন্ডিজ সিরিজের পর চ্যাম্পিয়ন্স ট্রফির আগে ওয়ানডে ফরম্যাটে প্রস্তুতি ম্যাচ খেলেছে বাংলাদেশ। ঐ ম্যাচেও জিততে পারেনি টাইগাররা। পাকিস্তান শাহিনসের কাছে ৭ উইকেটে হেরেছে ।

২০১৭ সালে সর্বশেষ ইংল্যান্ডে অনুষ্ঠিত চ্যাম্পিয়ন্স ট্রফিতে সেমিফাইনাল খেলেছে বাংলাদেশ। যা এখনও আইসিসির যেকোন ইভেন্টে টাইগারদের সেরা ফলাফল হিসেবে বিবেচিত।

কাল গ্রুপ ‘এ’তে ভারতের বিপক্ষে ম্যাচ দিয়ে চ্যাম্পিয়ন্স ট্রফির মিশন  শুরু করবে বাংলাদেশ। এরপর ২৪ ফেব্রুয়ারি নিউজিল্যান্ড এবং ২৭ ফেব্রুয়ারি পাকিস্তানের বিপক্ষে খেলবে টাইগাররা। দু’টি ম্যাচই হবে রাওয়ালপিন্ডিতে।

২০২৩ সালের বিশ্বকাপের পর বাংলাদেশের ওয়ানডে রেকর্ড :

নিউজিল্যান্ডের কাছে ৪৪ রানে হার, ডুনেডিন (১৭ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের কাছে ৭ উইকেটে হার, নেলসন (২০ ডিসেম্বর ২০২৩)

নিউজিল্যান্ডের বিপক্ষে ৯ উইকেটে জয়, নেপিয়ার (২৩ ডিসেম্বর ২০২৩)

শ্রীলংকার বিপক্ষে ৬ উইকেটে জয়, চট্টগ্রাম (১৩ মার্চ ২০২৪)

শ্রীলংকার কাছে ৩ উইকেটে হার, চট্টগ্রাম (১৫ মার্চ ২০২৪)

শ্রীলংকার বিপক্ষে ৪ উইকেটে জয়, চট্টগ্রাম (১৮ মার্চ ২০২৪)

আফগানিস্তানের কাছে ৯২ রানে হার, শারজাহ (৬ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের বিপক্ষে ৬৮ রানে জয়, শারজাহ (৯ নভেম্বর ২০২৪)

আফগানিস্তানের কাছে ৫ উইকেটে হার, শারজাহ (১১ নভেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৫ উইকেটে হার, সেন্ট কিটস (৮ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৭ উইকেটে হার, সেন্ট কিটস (১০ ডিসেম্বর ২০২৪)

ওয়েস্ট ইন্ডিজের কাছে ৪ উইকেটে হার, সেন্ট কিটস (১২ ডিসেম্বর ২০২৪)

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সাবেক প্রতিমন্ত্রী বিপুর ব্যাংক হিসাব অবরুদ্ধ, গাড়ি-এ্যাপার্টমেন্ট জব্দ
ব্যাংককে ভবনধস: সংশ্লিষ্ট কোম্পানির চীনা নির্বাহী গ্রেফতার
দিনমজুর থেকে ফল ব্যবসায়ী : সততা আর শ্রম দিয়ে মোখলেছ আজ স্বাবলম্বী
ট্রাম্পের আমলে অতি ধনী ও টেক জায়ান্টদের ওপর কর আরোপ থেমে গেছে
মার্কিন শুল্কনীতির কারণে বৈশ্বিক প্রবৃদ্ধির পূর্বাভাস কমাতে পারে আইএমএফ: ব্লুমবার্গ
কুমিল্লায় আলুর ন্যায্য মূল্য নিয়ে বিপাকে কৃষকরা 
পুতিনের ইস্টার যুদ্ধবিরতির মধ্যেও রুশ হামলা অব্যাহত: জেলেনস্কি
গাজা সহায়তা নিয়ে হামাস নেতাদের সাথে তুরস্কের গোয়েন্দা প্রধানের বৈঠক
বর্ষা আসলেই বাঁধ ভাঙে, শঙ্কায় তিস্তা পারের মানুষ, দ্রুত বেড়িবাঁধ সংস্কারের দাবি রংপুরবাসীর
সুপ্রিম কোর্টের আপিল বিভাগে নতুন দুই বিচারপতিকে সংবর্ধনা
১০