ঢাকা, ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : পেসার খালেদ আহমেদের বোলিং নৈপুন্যে গ্লোবাল সুপার লিগের দ্বিতীয় আসরে টানা দ্বিতীয় জয়ের স্বাদ পেয়েছে বর্তমান চ্যাম্পিয়ন রংপুর রাইডার্স।
টুর্নামেন্টে নিজেদের দ্বিতীয় ম্যাচে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর ১ রানে হারিয়েছে অস্ট্রেলিয়ার হোবার্ট হারিকেন্সকে। নিজেদের প্রথম ম্যাচে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সকে ৮ রানে হারিয়েছিল রংপুর। দুই ম্যাচেই ৪টি করে উইকেট নিয়ে দলের জয়ের নায়ক পেসার খালেদ।
গতরাতে গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে দলীয় ২৪ রানে ওপেনার সৌম্য সরকারকে হারায় রংপুর। ৫ রান করেন তিনি।
ইনিংসের শুরু থেকে রংপুরের রানের চাকা সচল রাখেন আরেক ওপেনার ইব্রাহিম জাদরান। হাফ-সেঞ্চুরির সম্ভাবনা জাগিয়ে ৩১ বলে ৬টি চার ও ১টি ছক্কায় ৪৩ রানে ফিরেন তিনি।
এরপর রংপুরের হয়ে একাই লড়াই করেছেন কাইল মায়ার্স। ৮ চার ও ২ ছক্কায় ৪২ বলে ৬৭ রানের অপরাজিত থাকেন তিনি। মায়ার্সের ব্যাটিং দৃঢ়তায় ২০ ওভারে ৬ উইকেটে ১৫১ রানের সংগ্রহ পায় রংপুর।
জবাবে রংপুরের বোলারদের সামনে বড় ইনিংস খেলতে পারেনি হোবার্টের উপরের সারির ব্যাটাররা। প্রথম পাঁচ জনের মধ্যে সর্বোচ্চ ৩৪ রান করেন ওপেনার ও অধিনায়ক বেন ম্যাকডারমট।
মিডল অর্ডারে মোহাম্মদ নবীর ৩৬ বলে ৪৪ রানে লড়াইয়ে টিকে থাকে হোবার্ট। শেষ দুই ওভারে জয়ের জন্য ২২ রান দরকার ছিল হোবার্টের। ১৯তম ওভারে ৯ রানে জোড়া উইকেট শিকার করেন খালেদ।
শেষ ওভারে ১৩ রানের প্রয়োজনে প্রথম ৩ বলে ৯ রান তুলেন নবী। চতুর্থ বলে নবীকে আউট করেন আজমতুল্লাহ ওমারজাই। পঞ্চম বলে ১ রান আসায় শেষ ডেলিভারিতে ৩ রান দরকার ছিল হোবার্টের। শেষ বলে রান আউটের ফাঁদে পড়ে আউট হন বিলি স্ট্যানলেক। ফলে ১৫০ রানে অলআউট হয় হোবার্ট।
খালেদ ২৬ রানে ৪ উইকেট নিয়ে ম্যাচ সেরা হন।