১৫ উইকেট পতনের দিন এগিয়ে অস্ট্রেলিয়া

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৭:৩৬

ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তৃতীয় টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৮১ রানে এগিয়ে রেয়েছে সফরকারী অস্ট্রেলিয়া। প্রথম ইনিংসে অস্ট্রেলিয়ার ২২৫ রানের জবাবে ১৪৩ রানে অলআউট হয় ওয়েস্ট ইন্ডিজ। ফলে প্রথম ইনিংস থেকে ৮২ রানের লিড পায় অসিরা। এরপর নিজেদের দ্বিতীয় ইনিংসে খেলতে নেমে দিন শেষে ৬ উইকেটে ৯৯ রান করেছে অস্ট্রেলিয়া। টেস্টের দ্বিতীয় দিন ১৫ উইকেটের পতন হয়েছে।

জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টের প্রথম দিনই অলআউট হয় অস্ট্রেলিয়া। ব্যাট হাতে নেমে দিন শেষে ১ উইকেটে ১৬ রান করেছিল ওয়েস্ট ইন্ডিজ। ৯ উইকেট হাতে নিয়ে ২০৯ রানে পিছিয়ে ছিল ক্যারিবীয়রা।

দ্বিতীয় দিন অস্ট্রেলিয়ার বোলারদের সামনে নিজেদের মেলে ধরতে পারেনি ওয়েস্ট ইন্ডিজ ব্যাটাররা। মিডল অর্ডারে জুটি গড়ার চেষ্টা করেছিলেন অধিনায়ক রোস্টন চেজ-জন ক্যাম্পবেল ও মিখাইল লুইস। কিন্তু ক্যাম্পবেলের সাথে চেজ ৩০ ও লুইস ২৪ রানের বেশি যোগ করতে পারেননি। 

চেজ ১৮, ক্যাম্পবেল ৩৬ ও লুইস ৭ রানে ফিরলে ৯৫ রানে ৫ উইকেট হারায় ওয়েস্ট ইন্ডিজ। ষষ্ঠ উইকেটে বড় জুটির আভাস দিয়ে ২৯ রানে থামেন শাই হোপ ও জাস্টিন গ্রেভস। 

হোপের ২৩ ও গ্রেভসের ১৮ রানের পর, শেষ চার ব্যাটার দুই অংকে পা রাখতে না পারলে ১৪৩ রানে গুটিয়ে যায় ওয়েস্ট ইন্ডিজ। অস্ট্রেলিয়ার স্কট বোল্যান্ড ৩টি, জশ হ্যাজেলউড-প্যাট কামিন্স ২টি করে উইকেট নেন। 

প্রথম ইনিংসের ৮২ রানের লিড নিয়ে খেলতে নেমে ব্যাটিং বিপর্যয়ের মুখে পড়ে অস্ট্রেলিয়া। ২৮ রানে ৩ ও ৬৯ রানে ষষ্ঠ উইকেট হারায় তারা। এসময় ট্রাভিস হেড ১৬, বাউ ওয়েবস্টার ১৩ ও উসমান খাজা ১৪ রান করেন। স্যাম কন্সটাস ও অ্যালেক্স ক্যারি শূন্য ও স্টিভেন স্মিথ ৫ রানে ফিরেন। 

সপ্তম উইকেটে ৩০ রানের অবিচ্ছিন্ন জুটিতে দিনের খেলা শেষ করেছেন ক্যামেরুন গ্রিন ও কামিন্স। গ্রিন ৪২ ও কামিন্স ৫ রানে অপরাজিত আছেন। 

১৯ রানে ৩ উইকেট নেন ওয়েস্ট ইন্ডিজের আলজারি জোসেফ। এছাড়া শামার জোসেফ ২টি ও গ্রেভস ১ উইকেট শিকার করেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
১০