জুন মাসের সেরা দক্ষিণ আফ্রিকার শিরোপা জয়ের নায়ক মার্করাম

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ১৮:৫২

ঢাকা,  ১৪ জুলাই, ২০২৫ (বাসস) : ‘আইসিসি প্লেয়ার অব দ্য মান্থ’ অ্যাওয়ার্ডে জুন মাসের সেরা ক্রিকেটার নির্বাচিত হয়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার আইডেন মার্করাম।

শ্রীলংকার পাথুম নিশাঙ্কা ও স্বদেশি কাগিসো রাবাদাকে পেছনে ফেলে সেরা ক্রিকেটারের খেতাব পেয়েছেন মার্করাম।

বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি) আজ গত মাসের সেরা হওয়া পুরুষ ও নারী ক্রিকেটারের নাম প্রকাশ করেছে।

নারী ক্রিকেটারদের মধ্যে সেরা খেলোয়াড় হয়েছেন ওয়েস্ট ইন্ডিজের হেইলি ম্যাথিউস। ম্যাথিউসের সাথে সেরা হবার দৌড়ে ছিলেন দক্ষিণ আফ্রিকার তাজমিন ব্রিটস ও স্বদেশি অ্যাফি ফ্লেচার।

এই নিয়ে চতুর্থবার মাসসেরা হলেন ম্যাথিউস। এতে অস্ট্রেলিয়ার অ্যাশলি গার্ডনারের রেকর্ড স্পর্শ করলেন তিনি। পুরুষ-নারী মিলিয়ে সবচেয়ে বেশি চারবার মাস সেরা হয়েছেন গার্ডনার ও ম্যাথিউস। এর আগে ২০২১ সালের নভেম্বরে, ২০২৩ সালের অক্টোবরে ও ২০২৪ সালের এপ্রিলে সেরা নারী খেলোয়াড় নির্বাচিত হয়েছিলেন ম্যাথিউস।

গেল মাসে আন্তর্জাতিক ক্রিকেটে মাত্র একটি ম্যাচ খেলেছেন মার্করাম। লর্ডসে অস্ট্রেলিয়ার বিপক্ষে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইানলের প্রথম ইনিংসে শূন্য রানে প্যাভিলিয়নে ফিরেন তিনি। তবে দ্বিতীয় ইনিংসে ইতিহাস রচনা করা ইনিংস খেলেন মার্করাম। তার ১৩৬ রানের দুর্দান্ত ইনিংসের সুবাদে অস্ট্রেলিয়ার ছুঁড়ে দেওয়া ২৮২ রানের টার্গেট স্পর্শ করে শিরোপা জিতে দক্ষিণ আফ্রিকা।

অস্ট্রেলিয়ার বিপক্ষে ৫ উইকেটের জয়ে ২৭ বছর পর আইসিসির শিরোপা জয়ের খড়াও কাটে দক্ষিণ আফ্রিকার। ফাইনালের সেরা খেলোয়াড় মার্করাম মাস সেরার প্রতিক্রিয়ায় বলেন, ‘এই পুরস্কার সম্মানের। দক্ষিণ আফ্রিকার টেস্ট চ্যাম্পিয়নশিপের শিরোপা জয়ে অবদান রাখতে পারা আমার জন্য অনেক বড় ব্যাপার। লর্ডসে দক্ষিণ আফ্রিকার হয়ে ফাইনাল জয়ের ঐতিহাসিক ঘটনা আমরা সারা জীবন মনে রাখব। দলের সবার সম্মিলিত চেষ্টাতেই এই জয় এসেছে। কেজি (কাগিসো রাবাদা) ও টেম্বসও (তেম্বা বাভুমা) বড় ভূমিকা রেখেছে।’

মার্করামের আগে দক্ষিণ আফ্রিকার সর্বশেষ ক্রিকেটার হিসেবে ২০২২ সালের এপ্রিলে মাস সেরা খেলোয়াড় হয়েছিলেন স্পিনার কেশব মহারাজ।

 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
নারী ও শিশুদের জন্য নিরাপদ দেশ গড়তে একসঙ্গে কাজ করতে হবে: মৎস্য উপদেষ্টা
১০