৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ শুরু

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২০:৩০

ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আজ থেকে শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে শুরু হয়েছে ‘৩৯তম জাতীয় ব্যাডমিন্টন চ্যাম্পিয়নশীপ-২০২৫’। 

ছয় দিনব্যাপী এই টুর্নামেন্টে দেশের ছয় বিভাগের ৬৩ জেলা, ১০টি বিশ্ববিদ্যালয় ও সংস্থা এবং তিনটি শিক্ষাবোর্ডের ৪৫৭ জন শাটলার পদকের জন্য লড়বেন। যাদের মধ্যে ৩৭৭ জন পুরুষ ও ৮০ জন মেয়ে শাটলার রয়েছেন। 

প্রধান অতিথি হিসেবে বিকেলে প্রতিযোগিতার উদ্বোধন করেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। অনুষ্ঠানে এসে বুলবুল বলেন, ‘ছোট বেলায় আমি স্কুলে ব্যাডমিন্টন খেলতাম। এটা আমাদের শীতকালীন একটি খেলা। অনেক দিন পর আজ আবার র‌্যাকেট হাতে নিয়েছি। ভালই লাগল।’

এ সময় ক্রিকেট দলের সাবেক অধিনায়ক হাবিবুল বাশার সুমন ও খালেদ মাসুদ পাইলট, সাবেক ক্রিকেটার জাভেদ ওমর বেলিম, বাংলাদেশ ফুটবল ফেডারেশনের (বাফুফে) সহ-সভাপতি ইমরুল হাসান, ব্যাডমিন্টন ফেডারেশনের সহ-সভাপতি তারিকুল ইসলাম চৌধুরী ও সাধারন সম্পাদক রাসেল কবির সুমন উপস্থিত ছিলেন। 
মূলত সিনিয়রদের জন্য এই প্রতিযোগিতার আয়োজন, তাই ১৬ বছরের নীচের কোন শাটলার এবারের জাতীয় চ্যাম্পিয়নশীপে খেলতে পারবেন না। 

বাফুফে সহ-সভাপতি ইমরুল হাসান বলেন, ‘ব্যাডমিন্টন আমি ছোটবেলায় অনেক খেলেছি। আজও খেললাম। এত শাটলার দেখে ভালই লাগছে। মনে হচ্ছে দেশের ব্যাডমিন্টন প্রাণ ফিরে পেয়েছে।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই হাজার ড্রোনের প্রদর্শনীতে শেষ হলো ১৪ জুলাই উইমেন্স ডে
ঢাকা জেলা পরিষদের বাস্তবায়নাধীন ভবনের নথি গায়েব : দুদকের অভিযান
‘আমরা জুলাই বিক্রি করি না, কাউকে বিক্রি করতেও দেবো না’
নতুন প্রধানমন্ত্রী হিসেবে অর্থমন্ত্রীর নাম প্রস্তাব করলেন জেলেনস্কি
বাংলাদেশে বিনিয়োগ বাড়াতে মিশরীয় উদ্যোক্তাদের আমন্ত্রণ জানালেন উপদেষ্টা রিজওয়ানা হাসান
মানিলন্ডারিং মামলায় বিএসবি গ্লোবালের কর্ণধার খায়রুল বাশার গ্রেফতার
বাংলাদেশের সঙ্গে সম্পর্ক আরো জোরদারে আগ্রহী সৌদি আরব  
জয় ও পুতুলের নথি চেয়ে এনবিআরকে চিঠি দিল দুদক
সবুজ জ্বালানিতে চীনের সঙ্গে ‘ন্যায্য প্রতিযোগিতা’ চায় ইউরোপীয় ইউনিয়ন
এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি
১০