এইচপি ও ডেভলপমেন্ট কর্মকর্তাদের সাথে আলোচনা করেছেন বিসিবি সভাপতি

বাসস
প্রকাশ: ১৪ জুলাই ২০২৫, ২১:৩৫

ঢাকা, ১৪ জুলাই ২০২৫ (বাসস) : গেম ডেভলপমেন্ট, হাই পারফরমেন্স (এইচপি) ইউনিট, বাংলাদেশ টাইগার্স প্রোগাম এবং বাংলাদেশ ‘এ’ দলের প্রধান কর্মকর্তাদের সাথে আজ আলোচনা করেছেন বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি) সভাপতি আমিনুল ইসলাম বুলবুল। 

মিরপুরে বিসিবি কার্যালয়ে অনুষ্ঠিত এই আলোচনা সভায় কোচ, প্রশিক্ষক, ফিজিওথেরাপিস্ট এবং পারফরমেন্স বিশ্লেষকরা উপস্থিত ছিলেন। 

এক সংবাদ বিজ্ঞপ্তিতে বিসিবি জানিয়েছে, প্রতিভা সনাক্তকরণ এবং কাঠামোগত খেলোয়াড় বিকাশের মাধ্যমে বাংলাদেশ ক্রিকেটের উন্নয়নে করণীয় বিষয় নিয়ে আলোচনা হয়েছে। 

বিভিন্ন বিভাগে সমন্বয়ের উপর গুরুত্ব দিয়েছেন বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘আমরা দক্ষতা উন্নয়নে কতটা ভূমিকা রাখছি তার ওপর আমাদের ক্রিকেটের ভবিষ্যৎ সক্ষমতা নির্ভর করছে। আজকের সেশনটি সমন্নয় জোরদার করন, উন্নত পারফরমেন্সে দক্ষতা এবং উন্নয়নের পথে একটি গুরুত্বপূর্ণ পদক্ষেপ ছিল।’  

আলোচনা সভায় দীর্ঘমেয়াদী পারফরমেন্সের উপর সবচেয়ে বেশি জোর দিয়েছে বিসিবি। যেখানে প্রতিভার বিকাশ করা এবং সম্ভাব্য খেলোয়াড়দের পারফরমেন্স উন্নয়নের কৌশল, পারফরমেন্সের প্রোগ্রাম ডিজাইন এবং বাস্তবায়ন করার পরিকল্পনা ছিল। 

সময়সূচী, উন্নয়ন, সম্পদ বরাদ্দ এবং খেলোয়াড়দের ওয়ার্কলোড ম্যানেজমেন্ট ঠিক রাখতে হাই পারফরমেন্স ক্যালেন্ডারের কাঠামো নিয়েও আলোচনা করা হয়েছে। 

বিসিবি প্রধান আরো বলেন, ‘স্পস্ট লক্ষ্য, তথ্য নির্ভর জ্ঞান ও সমন্বিত পরিকল্পনার ভিত্তিতে এই ধারা বজায় রাখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।’

এই সভায় আরও উপস্থিত ছিলেন বিসিবির সহ-সভাপতি নাজমুল আবেদীন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
১০