স্টার্ক-বোল্যান্ড তোপে ২৭ রানে অলআউট হয়ে হোয়াইটওয়াশ ওয়েস্ট ইন্ডিজ

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:১০

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ (বাসস) : দুই পেসার মিচেল স্টার্ক ও স্কট বোল্যান্ডের বোলিং তোপে তিন ম্যাচ টেস্ট সিরিজে ওয়েস্ট ইন্ডিজকে হোয়াইটওয়াশ করল সফরকারী অস্ট্রেলিয়া। সিরিজের তৃতীয় ও শেষ টেস্টের তৃতীয় দিন ওয়েস্ট ইন্ডিজকে ১৭৬ রানের বড় ব্যবধানে হারিয়েছে অসিরা।

সিরিজের প্রথম দ্ইু টেস্ট যথাক্রমে- ১৫৯ ও ১৩৩ রানে জিতেছিল অস্ট্রেলিয়া। তৃতীয় টেস্টের দ্বিতীয় ইনিংসে স্টার্ক ৯ রানে ৬ এবং হ্যাটট্রিকসহ ২ রানে ৩ উইকেট নেন বোল্যান্ড। স্টার্ক-বোল্যান্ড তোপে নিজেদের টেস্ট ইতিহাসে সর্বনিম্ন ২৭ রানে অলআউট হয়েছে ওয়েস্ট ইন্ডিজ।

জ্যামাইকায় দিবা-রাত্রির টেস্টের দ্বিতীয় দিন শেষে ৪ উইকেট হাতে নিয়ে ১৮১ রানে এগিয়ে ছিল অস্ট্রেলিয়া। প্রথম ইনিংস থেকে পাওয়া ৮২ রানের লিডকে সাথে নিয়ে নিজেদের দ্বিতীয় ইনিংসে দিন শেষে ৬ উইকেটে ৯৯ রান করেছিল অসিরা।

তৃতীয় দিন বাকী ৪ উইকেটে ২২ রান যোগ করে ১২১ রানে গুটিয়ে যায় অস্ট্রেলিয়া।  ক্যামেরুন গ্রিন ৪২, অধিনায়ক প্যাট কামিন্স ৫, বোল্যান্ড ১ ও জশ হ্যাজেলউড ৪ রানে আউট হন। ১১ রানে অপরাজিত থাকেন স্টার্ক।

ওয়েস্ট ইন্ডিজের সফল বোলার হিসেবে আলজারি জোসেফ ২৭ রানে ৫ উইকেট নিয়েছেন। ৩৪ রানে ৪ উইকেট নেন শামার জোসেফ।

২০৪ রানের লক্ষ্যে খেলতে নেমে স্টার্কের তোপের মুখে পড়ে ওয়েস্ট ইন্ডিজের টপ-অর্ডার। ইনিংসের প্রথম ওভারের প্রথম, পঞ্চম ও শেষ বলে তিন উইকেট শিকার করেন স্টার্ক। এরপর পঞ্চম ওভারে আরও দুই উইকেট নেন তিনি।

মাত্র ১৫ বল ও ২ রানে টেস্টে ক্যারিয়ারে ১৬তমবারের মত ইনিংসে পাঁচ উইকেট পূর্ণ করেন শততম ম্যাচ খেলতে নামা স্টার্ক। টেস্টে দ্রুত ৫ উইকেট নেওয়ার ক্ষেত্রে ৭৮ বছরের পুরনো রেকর্ড ভেঙ্গে মালিক হয়েছেন স্টার্ক। পাশাপাশি চতুর্থ অস্ট্রেলিয়ান বোলার হিসেবে টেস্টে ৪শ উইকেট পূর্ণ করেছেন এই বাঁ-হাতি পেসার।

স্টার্ক তোপে ৭ রানে ৫ উইকেট হারানো ওয়েস্ট ইন্ডিজ আর ঘুরে দাঁড়াতে পারেনি। ১৪তম ওভারের প্রথম তিন বলে তিন উইকেট নিয়ে হ্যাটট্রিক পূর্ণ করেন বোল্যান্ড। অস্ট্রেলিয়ার দশম বোলার হিসেবে টেস্টে হ্যাটট্টিক করলেন বোল্যান্ড।

শেষ ব্যাটার জেইডেন সিলেসকে শিকার করে ওয়েস্ট ইন্ডিজকে ২৭ রানে গুটিয়ে দিয়ে বড় অবদান রাখেন স্টার্ক। টেস্ট ইতিহাসে এটিই সর্বনিম্ন রান ওয়েস্ট ইন্ডিজের।

লজ্জার রেকর্ড গড়া ইনিংসে ওয়েস্ট ইন্ডিজের হয়ে মাত্র একজন ব্যাটার দুই অংকে পা রাখতে পেরেছেন। ১১ রান করেন ব্যাটার জাস্টিন গ্রেভস। এই ইনিংসে ক্যারিবীয় সাত ব্যাটার শূন্য হাতে সাজঘরে ফিরেন। টেস্ট ইতিহাসে এই প্রথমবারের মত ইনিংসে সাত ব্যাটার রানের খাতা খোলার আগেই বিদায় নেন।

এই ম্যাচে ৭টিসহ সিরিজে ১৫ উইকেটের পাশাপাশি ৪৬ রান করে সেরা খেলোয়াড় হয়েছেন স্টার্ক।

সিরিজটি টেস্ট চ্যাম্পিয়নশিপের অংশ হওয়ায় এখন পর্যন্ত ৩ ম্যাচ খেলে শতভাগ পয়েন্ট নিয়ে টেবিলের শীর্ষে আছে অস্ট্রেলিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
‘ব্যক্তিগত উপাত্ত সুরক্ষা অধ্যাদেশ, ২০২৫’ উপদেষ্টা পরিষদে অনুমোদন
১০