১৩ মৌসুম মাদ্রিদে কাটিয়ে মিলানে যোগ দিলেন মড্রিচ

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৪০

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ (বাসস) : ক্যারিয়ারের দীর্ঘ সময় স্প্যানিশ জায়ান্ট রিয়াল মাদ্রিদে কাটিয়ে অবশেষে সাত বারের ইউরোপীয়ান চ্যাম্পিয়ন এসি মিলানে যোগ দিয়েছেন লুকা মুড্রিচ। ৩৯ বছর বয়সী এই ক্রোয়েশিয়ান মিডফিল্ডারকে নিয়ে সাম্প্রতিক ব্যর্থতা কাটিয়ে আবারো ছন্দে ফিরতে চায় মিলান।

সোমবার মিলান নিশ্চিত করেছে এক বছরের চুক্তিতে মড্রিচের সাথে তাদের সমঝোতা হয়েছে। চুক্তিতে আরো একবছর মেয়াদ বৃদ্ধির শর্ত রয়েছে। 

সোমবার ২০১৮ ব্যালন ডি’অর বিজয়ী মড্রিচ মিলানে পৌঁছে মেডিকেল সম্পন্ন করেছেন। এর মাধ্যমে রিয়ালে মড্রিচের ১৩ বছরের বর্ণাঢ্য ক্যারিয়ারের ইতি ঘটলো। 

পেশাদার ক্যারিয়ারে মড্রিচ সবসময়ই মিলানের সমর্থক ছিলেন। কারন তার আইডল ও সতীর্থ ক্রোয়েট তারকা ভোনিমির বোবান এই ক্লাবের হয়ে ৯০’র দশক মাতিয়েছেন। 

এর আগে মে মাসে মড্রিচ মাদ্রিদ ছাড়ার ঘোষনা দিয়েছিলেন। মাদ্রিদের হয়ে তিনি ২৮টি শিরোপা জয় করেছেন। যার মধ্যে রয়েছে ছয়টি ইউরোপীয়ান কাপ, ছয়টি ক্লাব বিশ্বকাপ, পাঁচটি ইউরোপীয়ান সুপার কাপ, চারটি স্প্যানিশ লিগ, দুটি কোপা ডেল রে ও পাঁচটি স্প্যানিশ সুপার কাপ।  

গত মৌসুমে মিলান সিরি- এ লিগ টেবিলে অষ্টম স্থানে থেকে বছর শেষ করেছে। যে কারনে ইউরোপীয়ান অবস্থানও হারিয়েছে। হারানো গৌরব ফিরিয়ে আনার জন্য অভিজ্ঞ কোচ মাসিমিলিয়ানো আলেগ্রিকে এক মৌসুম পরে আবারো ফিরিয়ে এনেছে মিলান। বহিষ্কৃত কোচ সার্জিও কনসেইকাওর স্থলাভিষিক্ত হয়েছেন আলেগ্রি। 

২০১১ সালে আলেগ্রির অধীনে মিলান ইতালিয়ান লিগের শিরোপা জয় করেছিল। এরপর ২০১৫-১৯ সাল পর্যন্ত টানা পাঁচ বছর আলেগ্রি জুভেন্টাসকে লিগ শিরোপা উপহার দিয়েছেন। 

রিয়াল মাদ্রিদ ও মিলানের সাবেক কোচ কার্লো আনচেলত্তির সাথে মড্রিচের ফর্ম নিয়ে দফায় দফায় আলোচনা করেছেন আলেগ্রি। এরপর মিলানের নতুন স্পোর্টিং পরিচালক ইগলি টারে গত মাসে ক্রোয়েশিয়ায় অনুশীলন ক্যাম্পে গিয়ে মড্রিচের সাথে চুক্তির শর্ত চূড়ান্ত করে আসেন।

ক্লাব বিশ্বকাপের আগেই চুক্তির সবকিছু চূড়ান্ত হয়েছিল। কিন্তু যুক্তরাষ্ট্রে অনুষ্ঠিত ক্লাব বিশ্বকাপে খেলার আগে নতুন ক্লাবে যোগ দিতে চাননি মড্রিচ। ক্লাব বিশ্বকাপের সেমিফাইনালে পিএসজির কাছে ৪-০ গোলে পরাজিত হয়ে বিদায় নিতে হয় মাদ্রিদকে। এটাই ছিল মাদ্রিদের জার্সি গায়ে মড্রিচের শেষ ম্যাচ।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০