ওয়ানডে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ নারী দল

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৭:৪৩

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : এ বছরের সেপ্টেম্বরে অনুষ্ঠিতব্য আইসিসি নারী ওয়ানডে বিশ্বকাপের আগে দু’টি প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে বাংলাদেশ দল। শ্রীলংকা ও শ্রীলংকা ‘এ’ দলের বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। 

নারী ওয়ানডে বিশ্বকাপের প্রস্তুতি ম্যাচের সূচি আজ ঘোষণা করেছে বিশ্ব ক্রিকেটের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। 

টুর্নামেন্টে অংশ নেওয়া আট দলই প্রস্তুতিমূলক ম্যাচ খেলবে। তবে অস্ট্রেলিয়া বাদে বাকী সাত দল দু’টি করে প্রস্তুতি ম্যাচ খেলবে। এক ম্যাচ খেলে নিজেদের প্রস্তুতি সাড়বে অসিরা। 

২৫, ২৭ ও ২৮ সেপ্টেম্বর প্রস্তুতি ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। প্রস্তুতি ম্যাচের প্রথম দিন কলম্বোর আর প্রেমাদাসা স্টেডিয়ামে শ্রীলংকা ‘এ’ দলের মুখোমুখি হবে বাংলাদেশ।

২৭ সেপ্টেম্বর নিজেদের দ্বিতীয় ও শেষ প্রস্তুতি ম্যাচে শ্রীলংকার বিপক্ষে মাঠে নামবে টাইগ্রেসরা। 

নারী ওয়ানডে বিশ্বকাপের ১৩তম আসরের সূচি গত মাসে প্রকাশ করে আইসিসি। ৩০ সেপ্টেম্বর থেকে ২ নভেম্বর পর্যন্ত চলবে বিশ্বকাপ। 

২০২২-২৫ আইসিসি নারী চ্যাম্পিয়নশিপের পয়েন্ট তালিকার শীর্ষ ছয় দল সরাসরি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করে। স্বাগতিক হিসেবে সরাসরি খেলার সুযোগ পায় ভারত। এছাড়া বাকী পাঁচ দল হল- অস্ট্রেলিয়া, ইংল্যান্ড, নিউজিল্যান্ড, দক্ষিণ আফ্রিকা ও শ্রীলংকা। বাছাই পর্ব পেরিয়ে মূল পর্বের খেলার টিকেট পায় বাংলাদেশ ও পাকিস্তান। 

আট দলের এই প্রতিযোগিতা হবে হাইব্রিড মডেলে। লিগ পর্বে মোট ২৮টি ম্যাচ অনুষ্ঠিত হবে। ভারত মূল আয়োজক হলেও, শ্রীলংকার মাটিতে পাকিস্তানের ম্যাচগুলো অনুষ্ঠিত হবে। 

২ অক্টোবর শ্রীলংকার কলম্বোতে পাকিস্তানের বিপক্ষে ম্যাচ দিয়ে বিশ্বকাপ অভিযান শুরু করবে বাংলাদেশ। 

নারী ওয়ানডে বিশ্বকাপে প্রস্তুতি ম্যাচের সূচি: 

২৫ সেপ্টেম্বর : ভারত-ইংল্যান্ড, ব্যাঙ্গালুরু 
২৫ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকা-নিউজিল্যান্ড, ব্যাঙ্গালুরু
২৫ সেপ্টেম্বর : শ্রীলংকা-পাকিস্তান, কলম্বো
২৫ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা ‘এ’, কলম্বো
২৭ সেপ্টেম্বর : অস্ট্রেলিয়া-ইংল্যান্ড, ব্যাঙ্গালুরু 
২৭ সেপ্টেম্বর : ভারত-নিউজিল্যান্ড, ব্যাঙ্গালুরু
২৭ সেপ্টেম্বর : বাংলাদেশ-শ্রীলংকা, কলম্বো
২৮ সেপ্টেম্বর : দক্ষিণ আফ্রিকা-ভারত ‘এ’, ব্যাঙ্গালুরু 
২৮ সেপ্টেম্বর : পাকিস্তান-শ্রীলংকা ‘এ’, কলম্বো

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
১০