বশিরের ইনজুরিতে আট বছর পর ইংল্যান্ড টেস্ট দলে ডওসন

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ১৮:৩৯

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : বাঁ-হাতের আঙুল ভেঙ্গে যাওয়ায় ভারতের বিপক্ষে টেস্ট সিরিজের বাকী অংশ থেকে ছিটকে গেছেন ইংল্যান্ডের ডান-হাতি স্পিনার শোয়েব বশির।

তার জায়গায় সিরিজের চতুর্থ টেস্টের জন্য ইংল্যান্ড দলে সুযোগ পেয়েছেন বাঁ-হাতি স্পিনার লিয়াম ডওসন। দীর্ঘ আট বছর পর টেস্ট দলে ফিরলেন তিনি। 

২০১৭ সালের জুলাইয়ে নটিংহামে দক্ষিণ আফ্রিকার বিপক্ষে সর্বশেষ টেস্ট খেলেছিলেন ডওসন। গত দু’বছর ধরে কাউন্টিতে হ্যাম্পশায়ারের হয়ে ধারাবাহিকভাবে পারফরমেন্স করে চলেছেন ডওসন। ২০২৩ ও ২০২৪ সালে পেশাদার ক্রিকেটারদের সংগঠন-পিসিএ বর্ষসেরা খেলোয়াড়ও নির্বাচিত হয়েছেন তিনি। কাউন্টি চ্যাম্পিয়নশিপে ৯ ম্যাচে ৪০.০৪ গড়ে ২১ উইকেট শিকার করেছেন ডওসন। সম্প্রতি ভাইটালিটি ব্লাস্টে দশ ম্যাচে ১১ উইকেট নিয়েছেন তিনি। 

২০১৬ সালের ডিসেম্বরে চেন্নাইয়ে ভারতের বিপক্ষে টেস্ট অভিষেক হয় ৩৫ বছর বয়সী ডওসনের। টেস্ট ক্যারিয়ারে তিন ম্যাচ খেলে ৭ উইকেট ও ৮৪ রান করেন তিনি।

এছাড়াও দেশের জার্সিতে ৬টি ওয়ানডে ও ১৪টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন ডওসন। গেল মাসে দেশের হয়ে টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। 

লর্ডসে সিরিজের তৃতীয় টেস্টে ভারতের প্রথম ইনিংসে রবীন্দ্র জাদেজার ক্যাচ ধরতে গিয়ে আঙুলে ব্যাথা পান বশির। এরপর মাঠে বাইরে চলে যান তিনি। ইংল্যান্ডের ব্যাটিং ইনিংসে ব্যাট হাতে নেমে ৯ বল খেলে ২ রান নেন তিনি। 

দ্বিতীয় ইনিংসে খুব বেশি বোলিংও করেননি বশির। তবে বল হাতে শেষ চমকটা দেখিয়েছেন বশিরই। ষষ্ঠ ওভারের প্রথম বলে ভারতের শেষ ব্যাটার মোহাম্মদ সিরাজকে বোল্ড আউট করে ২২ রানে ইংল্যান্ডের জয় নিশ্চিত করেন তিনি। এই জয়ে সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে যায় ইংলিশরা। 

বশিরের ইনজুরি নিয়ে ইংল্যান্ড এন্ড ওয়েলস ক্রিকেট বোর্ড (ইসিবি) জানিয়েছে, বশিরের আঙুলে অস্ত্রোপচার লাগবে। চলতি সপ্তাহের শেষদিকে তার আঙুলে অস্ত্রোপচার করা হতে পারে। তাই সিরিজের বাকী ম্যাচে পাওয়া যাবে না বশিরকে।

আগামী ২৩ জুলাই থেকে ম্যানচেষ্টারে সিরিজের চতুর্থ টেস্ট খেলতে নামবে ইংল্যান্ড ও ভারত। 

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০