দা হান্ড্রেডে দল পেলেন অভিজ্ঞ এন্ডারসন

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:৪২

ঢাকা, ১৫ জুলাই, ২০২৫ (বাসস) : ইংল্যান্ডের একশ বলের টুর্নামেন্ট দা হান্ড্রেডের পঞ্চম আসরের জন্য দল পেয়েছেন ইংল্যান্ডের সাবেক পেসার জেমস এন্ডারসন। ম্যানচেষ্টার অরিজিনালসের হয়ে খেলবেন ৪২ বছর বয়সী এন্ডারসন। 

এছাড়াও ইংল্যান্ডের আরেক সাবেক ক্রিকেটার অ্যান্ড্রু ফ্লিনটফের ১৭ বছর বয়সী ছেলে রকি ফ্লিনটফকে দলে নিয়েছে নর্দান সুপারচার্জার্স। দু’জনই টুর্নামেন্টের ‘ওয়াইল্ডকার্ড’ ড্রাফট থেকে দল পেয়েছেন। এই ক্যাটাগরিতে পারিশ্রমিক ধরা হয়েছে ৩১ হাজার পাউন্ড। 

গত বছরের জুলাইয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেন এন্ডারসন। এরপর জাতীয় দলের বোলিং পরামর্শকের দায়িত্ব পালনের পাশাপাশি ঘরোয়া ক্রিকেটেও খেলেছেন তিনি।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগে খেলার ইচ্ছায় নিলামেও নাম তুলেন এন্ডারসন। কিন্তু সেখানে দল পাননি এই ডান-হাতি পেসার। 

তবে গত জুনে ভাইটালিটি ব্লাস্ট দিয়ে ১১ বছর পর প্রতিযোগিতামূলক টি-টোয়েন্টি ক্রিকেটে ফিরেন এন্ডারসন। কাউন্টি দল ল্যাঙ্কাশায়ারের হয়ে ৮ ম্যাচে ১৪ উইকেট শিকার করেন তিনি। এবার প্রথমবারের মত দা হান্ড্রেডে খেলতে দেখা যাবে এন্ডারসনকে। 

এদিকে বয়সভিত্তিক ক্রিকেটে নিজের সামর্থ্য দেখিয়েছেন রকি। এ বছর অস্ট্রেলিয়ার মাটিতে ইংল্যান্ড লায়ন্সের হয়ে প্রস্তুতি ম্যাচে সেঞ্চুরি করেন তিনি। সম্প্রতি যুব ওয়ানডেতে ভারতের বিপক্ষে ১০৭ রানের দারুণ ইনিংস খেলেছেন রকি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০