মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:৫৩ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ২১:০০

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ (বাসস) : সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আজ এক অদ্ভূত ঘটনার সাক্ষ্মী হয়েছে বাংলাদেশের ফুটবল। ভূটানের বিপক্ষে বসুন্ধরার কিংস এরেনায় আজ তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারনে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় খেলার মাঝপথে ভেন্যু পরিবর্তন করে আরেক মাঠে ম্যাচটি শেষ হয়েছে।

শেষ পর্যন্ত অবশ্য ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মারডি।

প্রথমার্ধে বাংলাদেশ শান্তির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। বৃষ্টির কারনে কোন দলই আজ তাদের স্বাভাবিক খেলা উপহার দিতে পারেনি। 

বিরতি শেষে প্রায় পৌনে তিন ঘন্টা পর কিংস এরেনার অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। ৫৩ মিনিটে লাগান সানগে ওয়াগমো ভূটানকে সমতায় ফেরান। ৫৭ মিনিটে কর্ণার থেকে আসা বল জালে জড়িয়ে আবারো বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি। ৭৬ মিনিটে বদলী খেলোয়াড় মুনকি আক্তার ব্যবধান ৩-১’এ নিয়ে যান। তিন মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন শান্তি। টুর্ণামেন্টে এটি তার চতুর্থ গোল। 

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার একই প্রতিপক্ষের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিকরা। 

এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-১ গোলে পরাজিত করে আসরের শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তৃষ্ণা রানীর শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে নেপালকে পরাজিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
১০