মাঠ বদলের ম্যাচে শান্তির হ্যাটট্রিকে বাংলাদেশের জয়

বাসস
প্রকাশ: ১৫ জুলাই ২০২৫, ২০:৫৩ আপডেট: : ১৫ জুলাই ২০২৫, ২১:০০

ঢাকা, ১৫ জুলাই ২০২৫ (বাসস) : সাফ অনূর্ধ্ব-২০ নারী ফুটবলে আজ এক অদ্ভূত ঘটনার সাক্ষ্মী হয়েছে বাংলাদেশের ফুটবল। ভূটানের বিপক্ষে বসুন্ধরার কিংস এরেনায় আজ তৃতীয় ম্যাচ খেলতে মাঠে নেমেছিল স্বাগতিক বাংলাদেশ। কিন্তু বৃষ্টির কারনে মাঠ খেলার অনুপযুক্ত হয়ে পড়ায় খেলার মাঝপথে ভেন্যু পরিবর্তন করে আরেক মাঠে ম্যাচটি শেষ হয়েছে।

শেষ পর্যন্ত অবশ্য ৪-১ গোলের জয় নিয়ে মাঠ ছেড়েছে বাংলাদেশ। 

ম্যাচে হ্যাটট্রিক করেছেন শান্তি মারডি।

প্রথমার্ধে বাংলাদেশ শান্তির গোলে ১-০ ব্যবধানে এগিয়ে ছিল। বৃষ্টির কারনে কোন দলই আজ তাদের স্বাভাবিক খেলা উপহার দিতে পারেনি। 

বিরতি শেষে প্রায় পৌনে তিন ঘন্টা পর কিংস এরেনার অনুশীলন মাঠে দ্বিতীয়ার্ধের খেলা শুরু হয়। ৫৩ মিনিটে লাগান সানগে ওয়াগমো ভূটানকে সমতায় ফেরান। ৫৭ মিনিটে কর্ণার থেকে আসা বল জালে জড়িয়ে আবারো বাংলাদেশকে এগিয়ে দেন শান্তি। ৭৬ মিনিটে বদলী খেলোয়াড় মুনকি আক্তার ব্যবধান ৩-১’এ নিয়ে যান। তিন মিনিট পর হ্যাটট্রিক পূরণ করেন শান্তি। টুর্ণামেন্টে এটি তার চতুর্থ গোল। 

টানা তৃতীয় জয়ে ৯ পয়েন্ট নিয়ে বাংলাদেশ টেবিলের শীর্ষে রয়েছে। বৃহস্পতিবার একই প্রতিপক্ষের বিপক্ষে চতুর্থ ম্যাচ খেলতে মাঠে নামবে স্বাগতিকরা। 

এর আগে প্রথম ম্যাচে শ্রীলংকাকে ৯-১ গোলে পরাজিত করে আসরের শুভ সূচনা করেছিল বাংলাদেশ। দ্বিতীয় ম্যাচে তৃষ্ণা রানীর শেষ মুহূর্তের গোলে ৩-২ ব্যবধানে নেপালকে পরাজিত করে লাল সবুজের প্রতিনিধিরা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পার্বত্য এলাকায় একীভূতকরণ প্রক্রিয়া দ্রুততর করতে হবে : সুপ্রদীপ চাকমা
চীন সফর শেষে জামায়াত আমীরের দেশে প্রত্যাবর্তন
যশোরে অগ্নিকাণ্ডে ক্ষতিগ্রস্ত পরিবারকে সেনাবাহিনীর সহায়তা
দেশের সব শিক্ষা প্রতিষ্ঠানে জুলাই পুনর্জাগরণ উদযাপন উপলক্ষে ডকুমেন্টরি প্রদর্শন করতে মাউশি’র নির্দেশনা
জুলাই গণঅভ্যুত্থানে মাঠে ছিলাম ‘ক্ষুব্ধ নারী সমাজ’ প্লাটফর্মের ব্যানারে : ফরিদা আখতার
মাদ্রাসায় আরবির পাশাপাশি ইংরেজি ভাষা চর্চায় জোর দিতে হবে : ধর্ম উপদেষ্টা 
শুল্ক কমিয়ে আনতে যুক্তরাষ্ট্রের সঙ্গে আলোচনা শক্তিশালী করার পরামর্শ আমির খসরুর
রাজশাহীর বাগমারায় মাছ ধরতে গিয়ে বজ্রপাতে যুবক নিহত
রাজশাহীতে মহিলা আওয়ামী লীগ নেত্রীসহ ২০ জন আটক
বাংলাদেশি কর্মীদের জন্য মাল্টিপল এন্ট্রি ভিসা সুবিধা চালু করেছে মালয়েশিয়া
১০