ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে রিশাদ, উন্নতি হয়েছে লিটন-মিরাজের

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৮:২৪ আপডেট: : ১৬ জুলাই ২০২৫, ২০:৩৯

ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বাসস): আইসিসি টি-টোয়েন্টি র‌্যাংকিংয়ে বোলিং তালিকায় ক্যারিয়ার সেরা অবস্থানে পৌঁছেছেন বাংলাদেশের স্পিনার রিশাদ হোসেন। ৬২৩ রেটিং নিয়ে ১২ ধাপ এগিয়ে ১৭ নম্বরে উঠেছেন রিশাদ। 

আজ পুরুষ ক্রিকেটারদের টি-টোয়েন্টি র‌্যাংকিয়ের সাপ্তাহিক হালনাগাদ প্রকাশ করেছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)।

শ্রীলংকার বিপক্ষে চলমান টি-টোয়েন্টি সিরিজের প্রথম দুই ম্যাচে ৪ উইকেট নেন রিশাদ। প্রথম ম্যাচে ২৪ রানে ১ এবং দ্বিতীয় ম্যাচে ১৮ রানে ৩ উইকেট শিকার করেন তিনি। দুর্দান্ত বোলিং নৈপুন্যে ক্যারিয়ার সেরা র‌্যাংকিংয়ে উঠেছেন রিশাদ। বাংলাদেশি বোলারদের মধ্যে এখন রিশাদই সেরা অবস্থানে আছেন।

প্রথম ম্যাচের একাদশে না থাকলেও দ্বিতীয় ম্যাচে খেলতে নেমেই ১২ রানে ২ উইকেট নেন পেসার শরিফুল ইসলাম। ২০ ধাপ এগিয়ে ৪৮২ রেটিং নিয়ে ৫৭ নম্বরে আছেন তিনি। 

ব্যাটারদের তালিকায় বড় লাফ দিয়েছেন লিটন দাস ও পারভেজ হোসেন ইমন। শ্রীলংকার বিপক্ষে প্রথম টি-টোয়েন্টি ম্যাচে ৬ রান করলেও, দ্বিতীয় ম্যাচে ৫০ বলে ৭৬ রানের ইনিংস খেলেন লিটন। এতেই ৭ ধাপ এগিয়ে ৫৪১ রেটিং নিয়ে যৌথভাবে ৪৪ নম্বরে আছেন টাইগার অধিনায়ক। 

সিরিজের প্রথম ম্যাচে ২২ বলে ৩৮ রানের ইনিংস খেলার সুবাদে ১২ ধাপ এগিয়ে ৮৫ নম্বরে উঠেছেন পারভেজ। 

প্রথম দুই ম্যাচে ব্যাট হাতে ব্যর্থ হন বাংলাদেশ ওপেনার তানজিদ হাসান। মাত্র ২১ রান করেন তিনি। দুই ধাপ পিছিয়ে ৫৫ নম্বরে নেমে গেছেন এই বাঁ-হাতি ওপেনার।

অলরাউন্ডারদের র‌্যাংকিংয়ে ২১ ধাপ উন্নতি হয়েছে মেহেদি হাসান মিরাজের। ৯২ রেটিং নিয়ে আফগানিস্তানের গুলবাদিন নাইব ও নেদারল্যান্ডসের বাস ডে লেডের সাথে যৌথভাবে ৪১ নম্বরে আছেন মিরাজ।

টি-টোয়েন্টি ব্যাটিং তালিকায় অস্ট্রেলিয়ার ট্রাভিস হেড, বোলারদের তালিকায় নিউজিল্যান্ডের জ্যাকব ডাফি এবং অলরাউন্ডার তালিকায় শীর্ষ স্থান ধরে রেখেছেন ভারতের হার্দিক পান্ডিয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০