লর্ডসে রোমাঞ্চকর জয়ের পর পয়েন্ট হারাল ইংল্যান্ড

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ১৯:৫৭

ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বাসস) : লর্ডসে ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে ২২ রানের রোমাঞ্চকর জয়ের পর দুঃসংবাদ শুনতে হল ইংল্যান্ড ক্রিকেট দলকে। 
স্লো-ওভার রেটের কারণে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপ থেকে দুই পয়েন্ট কাটা গেল ইংল্যান্ডের। নির্ধারিত সময়ের মধ্যে বোলিং কোটায় দুই ওভার শেষ করতে পারেনি ইংলিশরা। 

আইসিসির টেস্ট চ্যাম্পিয়নশিপের প্লেয়িং কন্ডিশনের ১৬.১১.২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে এক ওভার কম থাকলে এক পয়েন্ট করে কাটা হয়। সেখানে ইংল্যান্ডের দুই ওভার কম ছিল।

তৃতীয় টেস্ট জয়ের পর ইংল্যান্ডের পয়েন্ট হয় ২৪। কিন্তু দুই পয়েন্ট কাটা যাওয়ায় ইংলিশদের পয়েন্ট দাঁড়িয়েছে ২২। পয়েন্ট হারানোয় ৬৬.৬৭ থেকে ৬১.১১ শতাংশে নেমে এসেছে ইংল্যান্ডের পয়েন্ট।

পাশাপাশি পয়েন্ট টেবিলে দ্বিতীয় থেকে তৃতীয় স্থানে নেমে গেছে ইংল্যান্ড। ৬৬.৬৭ শতাংশ পয়েন্ট নিয়ে টেবিলের দ্বিতীয় স্থানে উঠেছে শ্রীলংকা। 

পয়েন্টের সাথে ম্যাচ ফি’র ১০ শতাংশ জরিমানাও করা হয়েছে ইংল্যান্ডের ক্রিকেটারদের। আইসিসির ২.২২ ধারা অনুযায়ী নির্ধারিত সময়ের মধ্যে প্রতি ওভারের জন্য খেলোয়াড়দের ম্যাচ ফির ৫ শতাংশ জরিমানা করা হয়। ভারতের বিপক্ষে তৃতীয় টেস্টে দুই ওভার কম করায় ১০ শতাংশ জরিমানা হয়েছে স্টোকস-আর্চারদের।

অন-ফিল্ড আম্পায়ার পল রাইফেল ও শরফুদ্দৌল্লা ইবনে শহীদ এবং টিভি আম্পায়ার আহসান রাজা ও চতুর্থ আম্পায়ার গ্র্যাহাম লয়েডের অভিযোগের ভিত্তিতে ইংল্যান্ডকে এই শাস্তি দেন ম্যাচ রেফারি রিচি রিচার্ডসন।

ইংল্যান্ড শাস্তি মেনে নেওয়ায় আনুষ্ঠানিক শুনানির প্রয়োজন পড়েনি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০