অবশেষে শুটিং ফেডারেশনের এ্যাডহক কমিটি ঘোষণা

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২০:০০ আপডেট: : ১৬ জুলাই ২০২৫, ২০:৩৭

ঢাকা, ১৬ জুলাই ২০২৫ (বাসস) : দীর্ঘ অপেক্ষার পর অবশেষে নতুন অ্যাডহক কমিটি পেয়েছে বাংলাদেশ শুটিং ফেডারেশন। বিদ্যমান কমিটি ভেঙ্গে অ্যাডহক কমিটি ঘোষণা করেছে জাতীয় ক্রীড়া পরিষদ (এনএসসি)। আজ এনএসসি সচিব মো. আমিনুল ইসলাম স্বাক্ষরিত এক প্রজ্ঞাপনে অ্যাডহক কমিটির নাম প্রকাশ করা হয়েছে। 

শুটিং ফেডারেশনের সভাপতি করা হয়েছে যুব ও ক্রীড়া মন্ত্রণালয়ের সাবেক সচিব ও বর্তমান স্থানীয় সরকার বিভাগের সচিব রেজাউল মাকছুদ জাহেদীকে। ১৯ সদস্যের কমিটিতে সাধারণ সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক সংগঠক আলেয়া ফেরদৌস। দুই সহ-সভাপতির মধ্যে একজন ব্যবসায়ী রোমো রউফ চৌধুরী। আরেক সহ-সভাপতি আব্দুস সালাম খান বিগত সময়ে সহ-সভাপতি ছিলেন। 

কমিটিতে যুগ্ম সম্পাদক মনোনীত হয়েছেন সাবেক শ্যুটার জি এম হায়দার, কোষাধ্যক্ষ আহমেদ কবির। এছাড়াও বাংলাদেশ সেনাবাহিনী, নৌবাহিনী ও বিকেএসপির একজন করে প্রতিনিধিসহ রয়েছেন ১৩জন সদস্য। 

প্রজ্ঞাপনে বলা হয়েছে, সংশ্লিষ্ট ফেডারেশনের বিদ্যমান কমিটি জাতীয় ক্রীড়া পরিষদ আইন ২০১৮-এর ২১ ধারা অনুযায়ী ভেঙে অ্যাডহক কমিটি গঠন করা হয়েছে।

অন্তর্বর্তী সরকার দায়িত্ব নেবার পর ক্রীড়াঙ্গনে সংস্কারের লক্ষ্যে পাঁচ সদস্য বিশিষ্ট একটি সার্চ কমিটি গঠন করা হয়। যাদের উপর দায়িত্ব ছিল ফেডারেশনগুলো বিদ্যমান কমিটি বিলুপ্ত করে নতুন অ্যাডহক কমিটি দেয়া। 

জাতীয় ক্রীড়া পরিষদ অনুমোদিত ফেডারেশন-এসোসিয়েশন সংখ্যা ছিল ৫৫। তিনটি অ্যাসোসিয়েশন একীভূত হওয়ায় এখন দাঁড়িয়েছে ৫২। ফুটবল ও ক্রিকেট বাদে বাকি ৫০টি ক্রীড়া ফেডারেশন-এসোসিয়েশনের মধ্যে এখন শুধু মহিলা ক্রীড়া সংস্থার কমিটি বাকি থাকলো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০