অস্ত্রোপচারের কারনে তিন মাস মাঠের বাইরে বেলিংহাম

বাসস
প্রকাশ: ১৬ জুলাই ২০২৫, ২২:১৯

ঢাকা, ১৬ জুলাই, ২০২৫ (বাসস) : বুধবার লন্ডনে রিয়াল মাদ্রিদ মিডফিল্ডার জুড বেলিংহামের বাম কাঁধে সফল অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। ক্লাব সূত্র এই তথ্য নিশ্চিত করেছে।

এ কারনে ইংলিশ এই মিডফিল্ডারকে ১০-১২ সপ্তাহ বিশ্রামে থাকতে হবে। 

২২ বছর বয়সী বেলিংহাম মাদ্রিদে তার প্রথম মৌসুম থেকেই বারবার এই সমস্যার সাথে লড়াই করছেন। ২০২৩ সালের নভেম্বরে রায়ো ভায়োকানোর সাথে ম্যাচে তার কাঁধের হাড় সড়ে যায়। ঐ সময় অস্ত্রোপচারের না করিয়ে রিয়ালের জার্সিতে মাঠে থাকার লক্ষ্যে তিনি পুনর্বাসন প্রক্রিয়া বেছে নিয়েছিলেন। যে কারনে পুরোপুরি সুস্থ হয়ে উঠতে পারেননি। 

মাদ্রিদের হয়ে ক্লাব বিশ্বকাপের সবগুলো ম্যাচেই বেলিংহাম মূল দলে খেলেছেন। গত মাসে পাচুয়ার বিপক্ষে ৩-১ গোলে জয়ের পরপরই তিনি অস্ত্রোপচারের সিদ্ধান্ত নেন। এ সম্পর্কে বেলিংহাম বলেছেন, ‘টুর্ণামেন্টের পরে আমার অস্ত্রোপচার সম্পন্ন হয়েছে। এই সমস্যা নিয়ে খেলতে গিয়ে আমি হাঁপিয়ে উঠেছি। বিশেষ করে যুক্তরাষ্ট্রের গরমে আমার খুব কষ্ট হয়েছি। আশা করছি অস্ত্রোপচারের পর পরিপূর্ন ভাবে সুস্থ হয়ে উঠতে পারবো। এজন্য সত্যিকার অর্থেই আমি মুখিয়ে আছি।’

২০২৩ সালের গ্রীষ্মে বরুসিয়া ডর্টমুন্ড থেকে মাদ্রিদে যোগ দেন বেলিংহাম। প্রথম মৌসুমে মাদ্রিদের জার্সিতে লা লিগা ও চ্যাম্পিয়ন্স লিগের শিরোপা জয়ের কৃতিত্ব দেখান। গত মৌসুমে লস ব্ল্যাঙ্কোসদের হয়ে সব ধরনের প্রতিযোগিতায় ৫৮ ম্যাচে ১৫ গোল ও ১৫টি এ্যাসিস্ট করেছেন। 

নতুন কোচ জাবি আলোনসোর অধীনে আগামী ১৯ আগস্ট ঘরের মাঠে ওসাসুনার বিপক্ষে লা লিগা মৌসুম শুরু করবে মাদ্রিদ। 

অক্টোবরের শুরুতে বেলিংহামের মাঠে ফেরার আশা করা হচ্ছে। এই সময়ের মধ্যে তিনি আটটি লিগ ম্যাচ ছাড়াও চ্যাম্পিয়ন্স লিগের গ্রুপ পর্বের শুরুতে কয়েকটি ম্যাচে অনুপস্থিত থাকবেন।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
গোপালগঞ্জের সংঘর্ষ নিয়ে ভুয়া তথ্য ছড়াচ্ছে আওয়ামী লীগ : প্রধান উপদেষ্টার প্রেস উইং
গোপালগঞ্জে ইন্টারনেট সেবা বন্ধ হয়নি : টেলিযোগাযোগ মন্ত্রণালয়
বৈদেশিক মুদ্রার রিজার্ভ দাঁড়িয়েছে ৩০.৩ বিলিয়ন ডলারে: বাংলাদেশ ব্যাংক
বিএনপি যতবারই ক্ষমতায় এসেছে ততবারই জনগণের ম্যান্ডেট নিয়েই এসেছে : টুকু
গোপালগঞ্জে হামলার ঘটনায় ভোলায় এনসিপির মশাল মিছিল
গোপালগঞ্জে এনসিপির উপর হামলার ঘটনায় জড়িতদের শাস্তি দাবি ঢাবি সাদা দলের
গোপালগঞ্জে হামলার ঘটনায় রাঙ্গামাটিতে এনসিপির বিক্ষোভ ও রোড ব্লক কর্মসূচি
জুলাই বিপ্লবকে জীবিত রাখতে সকলকে সজাগ থাকতে হবে : মাহমুদুর রহমান 
জিয়াউর রহমানের ছবি অবমাননা ও তারেক রহমানের বিরুদ্ধে কটূক্তির প্রতিবাদে নওগাঁয় বিক্ষোভ সমাবেশ
সিলেট ও সুনামগঞ্জ সীমান্তে ৫৫ জনকে পুশইন
১০