ঢাকা, ১৭ জুলাই ২০২৫ (বাসস) : ইনজুরি কাটিয়ে পাঁচ মাস পর মাঠে ফিরেছেন সান্তোস ফরোয়ার্ড নেইমার। মাঠে ফিরে বুধবার ব্রাজিলিয়ান লিগ টেবিলের শীর্ষে থাকা ফ্ল্যামেঙ্গার বিপক্ষে মৌসুমের প্রথম গোলও পেয়েছেন। ক্যারিয়ারে এটি একটি নতুন শুরু হিসেবেও দাবী জানিয়েছেন ব্রাজিলিয়ান এই সুপারস্টার। ম্যাচে সান্তোস ১-০ গোলে জয়ী হয়েছে।
ফ্ল্যামেঙ্গোর বিপক্ষে নেইমার পুরো ৯০ মিনিট মাঠে ছিলেন। ৮৪ মিনিটে ম্যাচের একমাত্র গোলটি তিনি করেছেন। ম্যাচ শেষে উচ্ছসিত নেইমার বলেছেন, ‘সবদিক থেকে দলের জয়ে ভূমিকা রাখতে পেরে আমি দারুন খুশী। আক্রমন ও রক্ষনভাগে সমানভাবে আমি অবদান রেখেছি। আমার মতে ফ্ল্যামেঙ্গো লিগের সেরা দল। এটা আমাদের জন্য নতুন একটি যাত্রা। ব্রাজিলে যেকোন দলের বিপক্ষে আমরা খেলতে পারি, এটাই আজ প্রমানিত হলো।’
কার্যত ২০২৩ সালের ফেব্রুয়ারির পর সান্তোসের হয়ে প্রথমবারের মত পুরো ৯০ মিনিট খেলার সুযোগ পেয়ে নেইমার দারুন রোমাঞ্চিত। এ বছরের শুরুতে আল হিলালের সাথে চুক্তি বাতিল করে শৈশবের ক্লাব সান্তোসে নাম লেখানোর পর থেকে পেশীর ইনজুরিতে ভুগছেন নেইমার।
এ সম্পর্কে নেইমার বলেন, ‘প্রতি ম্যাচে আমি পুরো ৯০ মিনিট খেলতে চাই। এখনো আমি শতভাগ ফিট নই। কিন্তু প্রতিদিনই পরিস্থিতির উন্নতি হচ্ছে। আমি আরো ভাল অবস্থায় মাঠে নামতে চাই। আর এজন্য সময় প্রয়োজন। অনুশীলন ও ম্যাচ খেলার ক্ষেত্রে সময় দিতেই হবে। আমার শরীর এখনো মানিয়ে নেবার পর্যায়ে রয়েছে। আবারো সবকিছুর সাথে পুরোপুরি মানিয়ে নিতে কিছুটা সময় লাগবে। যে ধরনের ইনজুরি আমার হয়েছিল তার সাথে নিত্যদিন অতিবাহিত করা মোটেই সহজ কাজ নয়।’
২০২৩ সালের অক্টোবরে ব্রাজিল জাতীয় দলের হয়ে খেলতে নেমে পেশীর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন নেইমার। যে কারনে সৌদি পেশাদার লিগে বেশীরভাগ সময়ই তাকে বিশ্রামে কাটাতে হয়েছে। ব্রাজিল জাতীয় দলে ফেরার দীর্ঘ প্রতিক্ষার অবসান কবে হবে তা সময়ই বলে দিবে।
সম্প্রতি এ বছরের শেষ নাগাদ সান্তোসের সাথে চুক্তি নবায়ন করেছেন নেইমার। তবে এই চুক্তির মেয়াদ ২০২৬ সালের বিশ্বকাপ পর্যন্ত বাড়ানোর শর্ত রয়েছে।