ঢাকা, ১৭ জুলাই ২০২৫ (বাসস) : প্রাক-মৌসুম অনুশীলনে ফিরে পুরো দলের সঙ্গে নয়, বরং একাই নিজের অনুশীলন সেড়েছেন বার্সেলোনা গোলরক্ষক মাক-আন্দ্রে টার স্টেগান। আর এতে কাতালান জায়ান্ট ক্লাবে তার ভবিষ্যত নিয়ে শঙ্কা দেখা দিয়েছে বলে মন্তব্য করেছে বেশ কিছু আন্তর্জাতিক গণমাধ্যম।
রিপোর্টের সূত্রমতে জানা গেছে বার্সেলোনা খেলোয়াড়দের গত রোববার মেডিকেল পর্যবেক্ষন শেষ হয়েছে। এরপর সোমবার নতুন কোচ হান্সি ফ্লিকের অধীনে প্রথমবারের মত আনুষ্ঠানিক ট্রেনিং সেশন করেছে খেলোয়াড়রা। কিন্তু ঐ দলের সাথে দেখা যায়নি টার স্টেগানকে।
ক্লাব সূত্র নিশ্চিত করেছে জিমে টার স্টেগান একা অনুশীলন করেছে। মঙ্গলবারও দুই সেশনের কোনটিতেই তিনি যোগ দেননি।
আগামী সপ্তাহে বার্সেলোনার প্রাক-মৌসুম এশিয়া সফরে যাবার কথা রয়েছে। এই সময়ে তারা এশিয়ান দুই পরাশক্তি জাপান ও দক্ষিণ কোরিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচ খেলবে। যদিও এই দলের সাথে টার স্টেগানের সফরের বিষয়টি এখনো নিশ্চিত নয়।
৩৩ বছর বয়সী জার্মান এই অভিজ্ঞ গোলরক্ষক ২০১৪ সালে বার্সেলোনায় যোগ দিয়েছিলেন। ২০১৬ সালে ক্লডিও ব্র্যাভো ম্যানচেস্টার সিটিতে পাড়ি জমানোর পর বার্সেলোনার এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠি করতে খুব একটা বেশী সময় নেননি।
তবে এবারের গ্রীষ্মকালীন ট্রান্সফার মার্কেটে এস্পানেয়ল থেকে ২৫ মিলিয়ণ ইউরোতে হুয়ান গার্সিয়াকে নেয়ায় টার স্টেগানের অবস্থান অনেকটাই নড়বড়ে হয়ে গেছে।
গণমাধ্যমের সূত্রমতে ক্লাব ইতোমধ্যেই টার স্টেগানকে জানিয়ে দিয়েছে দীর্ঘমেয়াদী পরিকল্পনায় তিনি আর নেই। একইসাথে তাকে বিদায়ের ব্যপারেও উৎসাহিত করা হয়েছে।
যদিও ক্লাবে থাকার ব্যপারে টার স্টেগান আগ্রহ দেখিয়েছেন। আগামী বছর গ্রীষ্মে বিশ্বকাপে জার্মানী দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে টার স্টেগানকে দেখা যাবে বলে বার্সেলোনা আশাবাদী।
সম্প্রতি বার্সেলোনার সাথে দুই বছরের নতুন চুক্তি স্বাক্ষর করেছেন গার্সিয়া। ধারণা করা হচ্ছে নতুন মৌসুমে গার্সিয়াই দলের এক নম্বর গোলরক্ষক হিসেবে নিজেকে প্রতিষ্ঠিত করবেন।
এর আগে গত বছরের সেপ্টেম্বরে টার স্টেগান হাঁটুর গুরুতর ইনজুরিতে পড়েছিলেন। ঐ সময় ওজিচে সিজিসনিকে দলে ভিড়িয়েছিল বার্সেলোনা। মৌসুমের একেবারে শেষ সপ্তাহে টার স্টেগান ইনজুরি কাটিয়ে দলে ফিরেছিলেন। দুই ম্যাচে তিনি খেলেছেন। তবে মূল গোলরক্ষক হিসেবে সিজিসনিই ছিলেন।