ঢাকা, ১৭ জুলাই ২০২৫ (বাসস) : নারী ফুটবলে রেকর্ড ১ মিলিয়ন পাউন্ডে কানাডিয়ান ফরোয়ার্ড অলিভিয়া স্মিথকে লিভারপুল থেকে দলে ভিড়িয়েছে আর্সেনাল।
চার বছরের আকর্ষনীয় চুক্তিতে স্মিথকে দলে নিয়েছে চ্যাম্পিয়ন্স লিগ বিজয়ীরা।
২০ বছর বয়সী অলিভিয়ার এই রেকর্ড জানুয়ারিতে সান দিয়েগো ওয়েভ থেকে নাওমি গিরমাকে ৯ লাখ পাউন্ডে চেলসির দলে নেবার আগের রেকর্ডকে ছাড়িয়ে গেছে।
স্মিথ জানিয়েছে, ‘ইংল্যান্ড ও ইউরোপে বড় শিরোপার জন্য প্রতিদ্বন্দ্বীতা করা আমার স্বপ্ন ছিল। এখন আমি আর্সেনালে খেলার জন্য মুখিয়ে আছি।’
২০১৪ সালে পর্তুগাল স্পোর্টিং থেকে মাত্র দুই লাখ পাউন্ডে লিভারপুলে যোগ দিয়েছিলেন স্মিথ। এবারের নারী সুপার লিগে ২০ ম্যাচে তিনি ৭ গোল করেছেন।
স্মিথের ব্যপারে বেশ কিছু প্রস্তাব নাকচ করার পর লিভারপুল শেষ পর্যন্ত এই চুক্তিতে রাজী হয়। ২০১৯ সালে মাত্র ১৫ বছর বয়সে স্মিথের কানাডা জাতীয় দলে অভিষেক হয়েছিল।