বড় জয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে বাংলাদেশের যুবারা

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৬:১৪

ঢাকা, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : ব্যাটার-বোলারদের দুর্দান্ত নৈপুণ্যে বড় জয় দিয়ে দক্ষিণ আফ্রিকা সফর শুরু করেছে  বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট  দল।

তিন ম্যাচ সিরিজের প্রথম ওয়ানডেতে গতরাতে  বাংলাদেশ ১৩০ রানের বড় ব্যবধানে হারিয়েছে স্বাগতিক দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দলকে। এই জয়ে সিরিজে ১-০ ব্যবধানে এগিয়ে গেল বাংলাদেশের যুবারা। 

বেনোনির উইলোমুর পার্কে প্রথম ম্যাচে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে তিন ব্যাটারের হাফ-সেঞ্চুরিতে ৫০ ওভারে ৬ উইকেটে ২৮৫ রান করে বাংলাদেশ। ওপেনার জাওয়াদ আবরার ৯টি চার ও ২টি ছক্কায় ৬১ বলে দলের পক্ষে সর্বোচ্চ ৭০ রান করেন।

এছাড়া মিডল অর্ডারে ৬৩ রান করে করেন রিজান হোসেন ও এমডি আব্দুল্লাহ। রিজান ৫৫ বল খেলে ৫ চার ও ৩ ছক্কায় ৬৩ এবং আব্দুল্লাহ ৭ বাউন্ডারিতে ৭৬ বলে ৬৩ রান করেন।

দক্ষিণ আফ্রিকার পেসার জেজে বাসন ৪ উইকেট নেন।

রান তাড়া করতে নেমে বাংলাদেশ বোলারদের তোপে পড়ে ৭০ রানেই ৫ উইকেট হারায় দক্ষিণ আফ্রিকা। এতে ১শর নিচে গুটিয়ে যাবার শঙ্কায় পড়ে প্রোটিয়ারা।

কিন্তু অধিনায়ক মুহাম্মদ বুলবুলিয়ার দৃঢ়তায় দেড়শ’ পার করে অলআউট হয় দক্ষিণ আফ্রিকা। শেষ ব্যাটার হিসেবে আউট হওয়ার আগে ৪ চার ও ৩টি ছক্কায় ৭৯ বলে ৭২ রান করেন বুলবুলিয়া।

বাংলাদেশ পেসার ইকবাল হোসেন ইমন ২৬ রানে এবং স্বাধীন ইসলাম ২৯ রানে ৩টি করে উইকেট নেন।

আগামীকাল  দ্বিতীয় এবং ২২ জুলাই সিরিজের তৃতীয় ওয়ানডে খেলবে বাংলাদেশ ও দক্ষিণ আফ্রিকা অনূর্ধ্ব-১৯ দল।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
তরুণদের স্বপ্নবান ও দূরদৃষ্টিসম্পন্ন হতে প্রধান উপদেষ্টার আহ্বান
কলম্বিয়া সরকারের সঙ্গে শান্তি আলোচনার আহ্বান ট্রেন ডি আরাগুয়ার নেতার
ময়মনসিংহে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ করেছে বিএনপি
যশোরের কেশবপুরে ৩১ দফার লিফলেট বিতরণ ও গণসংযোগ বিএনপির
সিরাজগঞ্জে ২১৯টি মসজিদের ইমাম ও মুয়াজ্জিনের সাথে বিএনপির মতবিনিময়
শেখ হাসিনার মানবতাবিরোধী অপরাধের মামলায় যুক্তিতর্ক শুরু আজ
আন্তর্জাতিক ‘তরুণ উদ্যোক্তা’ অ্যাওয়ার্ড পেলেন শেকৃবি ছাত্রদল নেতা মোহাইমিনুল
যুক্তরাষ্ট্রের বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিহত ১৬
ইন্টারন্যাশনাল হোপ স্কুলে ব্রিটিশ কাউন্সিলের ইংলিশ সেন্টার উদ্বোধন
আফগানিস্তানের কাছে ওয়ানডে সিরিজ হারল বাংলাদেশ
১০