ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই গণ-অভ্যুত্থান দিবস উদযাপন উপলক্ষে বাগেরহাটে প্রতীকী মিনি ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে।
বাগেরহাট জেলা প্রশাসন ও বাগেরহাট যুব উন্নয়ন অধিদপ্তরের আয়োজনে আজ সকাল ৯টায় বাগেরহাট দড়াটানা নদীর ব্রিজের টোল প্লাজা থেকে মিনি ম্যারাথন প্রতিযোগিতার শুরু হয়। বাগেরহাট জেলা প্রশাসক আহমেদ কামরুল হাসান প্রতিযোগিতার উদ্বোধন করেন।
উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসক আহমেদ কামরুল বলেন, জুলাই গণ-অভ্যুত্থান আমাদের চেতনা। যারা গণতন্ত্রের জন্য ও বৈষম্য নিরসনে রাজপথে প্রাণ দিয়েছেন তাদের স্বপ্ন বাস্তবায়নে সকলকে এগিয়ে আসার আহ্বান জানাই।
অতিরিক্ত জেলা প্রশাসক মো. আরিফুল ইসলামের সভাপতিত্বে উদ্বোধনী অনুষ্ঠানে এ বিশেষ অতিথি হিসেবে ছিলেন অতিরিক্ত পুলিশ সুপার মো. শামীম হোসেন, যুব উন্নয়ন অধিদপ্তর বাগেরহাট উপপরিচালক মো. আব্দুল কাদের, বাগেরহাট জেলা বিএনপির সাবেক সভাপতি এম এ সালাম, বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন জেলা শাখার সভাপতি সাদ্দাম হোসেন।
শহীদ পরিবারের সদস্য, আহত যোদ্ধাসহ বিভিন্ন শ্রেণি-পেশার মানুষ এ সময় উপস্থিত ছিলেন।