ফাইনালের আগে ৭৯ রানে অলআউট রংপুর

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ১৯:৫৮
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৮ জুলাই ২০২৫ (বাসস) : ইতোমধ্যে গ্লোবাল সুপার লিগের ফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। ফাইনালের আগে লিগ পর্বের শেষ ম্যাচে ব্যাটিং ব্যর্থতায় নিউজিল্যান্ডের ফ্র্যাঞ্চাইজি সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের বিপক্ষে ৭৯ রানে অলআউট হয় বর্তমান চ্যাম্পিয়ন রংপুর। তবে বৃষ্টির কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়ে গেছে। 

আজ গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে বৃষ্টির কারণে প্রথম দফায় ১৭ ওভারে এবং পরবর্তীতে রংপুর-সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের ম্যাচটি ১৪ ওভারে নামিয়ে আনা হয়।  ১৪ ওভারে নির্ধারিত ম্যাচে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে ১৫ রানের মধ্যে ২ উইকেট হারায় রংপুর। সৌম্য সরকার গোল্ডেন ডাক ও ইব্রাহিম জাদরান ৫ রানে আউট হন। 

এরপর ৪১ রানের জুটি গড়েন সাইফ হাসান ও মাহিদুল ইসলাম অঙ্কন। দু’জনই ২৫ রান করে ফেরার পর রংপুরের ব্যাটিং লাইন-আপে ধস নামে। এতে ১৩ দশমিক ৫ ওভারে ৭৯ রানে অলআউট হয় রংপুর। রংপুরের ইনিংসে ৯ ব্যাটার দুই অংকের কোটা স্পর্শ করতে ব্যর্থ হয়েছেন।  

সেন্ট্রাল ডিস্ট্রিক্টসের আঙ্গুস শ, জেমফডেন লেনক্স ও ব্লেয়ার টিকনার তিনটি করে উইকেট নেন।

রংপুর ইনিংস শেষে আবার বৃষ্টি নামলে ম্যাচটি পরিত্যক্ত হয়ে যায়। 

আগামীকাল ওয়েস্ট ইন্ডিজের ফ্র্যাঞ্চাইজি গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের বিপক্ষে ফাইনাল খেলতে নামবে রংপুর। গত আসরে অস্ট্রেলিয়ার ফ্র্যাঞ্চাইজি ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০