জুলাই গণঅভ্যুত্থান স্মরণে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত

বাসস
প্রকাশ: ১৮ জুলাই ২০২৫, ২১:০৭

ঢাকা, ১৮ জুলাই, ২০২৫ (বাসস) : জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে সিলেটে প্রতীকী ম্যারাথন অনুষ্ঠিত হয়েছে। 

জুলাই গণঅভ্যুত্থান স্মরণে আজ ভোরে সিলেটের ঐতিহাসিক ক্বীন ব্রিজ প্রাঙ্গণ থেকে এ ম্যারাথন শুরু হয়।

দিনের প্রথম প্রহরে শুরু হওয়া এই ম্যারাথনে অংশ নেন জুলাই-আন্দোলনে আহত ও শহীদ পরিবারের সদস্য, বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থীসহ সর্বস্তরের প্রায় ৩ শতাধিক মানুষ। 

সকাল সাতটায় বেলুন উড়িয়ে প্রতীকী ম্যারাথনের উদ্বোধন করেন সিলেটের জেলা প্রশাসক শের মাহবুব মুরাদ। উদ্বোধনী অনুষ্ঠানে জেলা প্রশাসন ও জেলা ক্রীড়া সংস্থার ঊর্ধ্বতন কর্মকর্তারা ছাড়াও বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও ক্রীড়া অঙ্গনের ব্যক্তিবর্গ  উপস্থিত ছিলেন।

জেলা প্রশাসক বলেন, ‘জুলাইয়ের স্পিরিট ধরে রাখতে দেশব্যাপী যে আয়োজন চলছে, সিলেটেও তারই অংশ হিসেবে এই প্রতীকী ম্যারাথনের আয়োজন করা হয়েছে। শহীদ ও আহতদের পরিবারের অংশগ্রহণ আমাদের জন্য গর্বের বিষয়।’ 

তিনি আরও বলেন, ‘এই আয়োজন নতুন প্রজন্মের মধ্যে গণ-অভ্যুত্থানের চেতনাকে উজ্জীবিত করবে। ভবিষ্যতেও এ ধরনের উদ্যোগ অব্যাহত থাকবে।’

পাঁচ কিলোমিটার দীর্ঘ এ ম্যারাথন ক্বীন ব্রিজ থেকে শুরু হয়ে নগরীর  জিন্দাবাজার, রিকাবীবাজার, জিতু মিয়ার পয়েন্ট হয়ে আবার ক্বীন ব্রিজে গিয়ে শেষ হয়।

ম্যারাথন শেষে প্রথম ৩৬ জনকে মেডেল দেয়া হয়। এছাড়াও প্রতিযোগিতায় অংশ নেওয়া প্রত্যেকের হাতে তুলে দেয়া হয় সনদপত্র।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০