ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ রংপুরের

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৪৬ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ১৬:৫৯
ছবি : বাসস

ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (বাসস) : গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 

আজ সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরেছে রংপুর। গতবার প্রথম আসরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।  

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে গায়ানা। 

১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করেন ওপেনার চার্লস। ৬ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন গুরবাজ। 

এছাড়াও শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ড ৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন। 

রংপুরের খালেদ আহমেদ-তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ ১টি  করে উইকেট নেন। 

১৯৭ রান তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে রংপুর। ইব্রাহিম জাদরান ৫, সৌম্য সরকার ১৩ ও কাইল মায়ার্স ৫ রান করেন। মিডল অর্ডারে ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়ে রংপুরকে লড়াইয়ে ফেরান সাইফ হাসান ও ইফতিখার। কিন্তু ১২ বল ও ১৫ রানের ব্যবধানে সাইফ ও ইফতিখারের আউটে বড়সড় ধাক্কা খায় রংপুর।

পরের দিকে ব্যাটিং লাইন আপে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ১ বল বাকী থাকতে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। আট নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে হার এড়াতে পারেনি রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
প্রথম বিভাগ দাবা লিগে ষষ্ঠ রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে
শ্রীলংকাকে ৫-০ গোলে পরাজিত করে সবার উপরে বাংলাদেশ
হাসপাতালে জামায়াতের আমির, দেখতে গেলেন মির্জা ফখরুল
বিএমপি'র আন্ত:বিভাগ ফুটবল টুর্নামেন্টে এমটি রয়্যালস চ্যাম্পিয়ন
স্টারলিংক দ্রুত চালু করায় সরকারের প্রশংসা করেছেন ড্রেয়ার
আমরা পাকিস্তানের দুর্বলতা এবং শক্তি সম্পর্কে জানি : লিটন
নেত্রকোনায় হুমায়ূন আহমেদের ১৩তম মৃত্যুবার্ষিকী পালিত 
ফ্যাসিস্টরা আবার ক্ষমতা ফিরে পাওয়ার চক্রান্ত করছে : মির্জা ফখরুল
জাতীয় ব্যাডমিন্টনে সোয়াদের হ্যাটট্রিক শিরোপা, নারী এককে চ্যাম্পিয়ন নাছিমা
শ্রমিকদের সকল যৌক্তিক দাবি মেনে নেওয়া হবে : শ্রম উপদেষ্টা
১০