ফাইনাল হেরে স্বপ্নভঙ্গ রংপুরের

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৬:৪৬ আপডেট: : ১৯ জুলাই ২০২৫, ১৬:৫৯
ছবি : বাসস

ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (বাসস) : গ্লোবাল সুপার লিগ টি-টোয়েন্টি ক্রিকেটের শিরোপা ধরে রাখতে পারল না বাংলাদেশের ফ্র্যাঞ্চাইজি রংপুর রাইডার্স। 

আজ সকালে অনুষ্ঠিত টুর্নামেন্টের ফাইনালে ওয়েস্ট ইন্ডিজের গায়ানা অ্যামাজন ওয়ারিয়র্সের কাছে ৩২ রানে হেরেছে রংপুর। গতবার প্রথম আসরে অস্ট্রেলিয়ার ভিক্টোরিয়াকে ৫৬ রানে হারিয়ে শিরোপা জিতেছিল রংপুর।  

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে টস জিতে প্রথমে ব্যাট করতে নেমে জনসন চার্লস ও রহমানুল্লাহ গুরবাজের জোড়া হাফ-সেঞ্চুরিতে ২০ ওভারে ৪ উইকেটে ১৯৬ রান করে গায়ানা। 

১১টি চার ও ১টি ছক্কায় ৪৮ বলে ৬৭ রান করেন ওপেনার চার্লস। ৬ বাউন্ডারি ও ৪ ওভার বাউন্ডারিতে ৩৮ বলে ৬৬ রানের ইনিংস খেলেন গুরবাজ। 

এছাড়াও শেষ দিকে শেরফানে রাদারফোর্ড ১৫ বলে ১৯ ও রোমারিও শেফার্ড ৯ বলে ২৮ রানের ইনিংস খেলেন। 

রংপুরের খালেদ আহমেদ-তাবরাইজ শামসি ও ইফতিখার আহমেদ ১টি  করে উইকেট নেন। 

১৯৭ রান তাড়া করতে নেমে ২৯ রানে ৩ উইকেট হারিয়ে শুরুতেই বিপদে পড়ে রংপুর। ইব্রাহিম জাদরান ৫, সৌম্য সরকার ১৩ ও কাইল মায়ার্স ৫ রান করেন। মিডল অর্ডারে ৪৪ বলে ৭৩ রানের জুটি গড়ে রংপুরকে লড়াইয়ে ফেরান সাইফ হাসান ও ইফতিখার। কিন্তু ১২ বল ও ১৫ রানের ব্যবধানে সাইফ ও ইফতিখারের আউটে বড়সড় ধাক্কা খায় রংপুর।

পরের দিকে ব্যাটিং লাইন আপে আর কোন ব্যাটার বড় ইনিংস খেলতে না পারলে ১ বল বাকী থাকতে ১৬৪ রানে অলআউট হয় রংপুর। আট নম্বরে নামা মাহিদুল ইসলাম অঙ্কনের ১৭ বলে ৩০ রানের ঝড়ো ইনিংসে হার এড়াতে পারেনি রংপুর।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০