আগস্টে ক্যাম্প ন্যুতে ফেরা হচ্ছেনা বার্সেলোনার

বাসস
প্রকাশ: ১৯ জুলাই ২০২৫, ১৭:১৩
ছবি : সংগৃহীত

ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (বাসস) : আগস্টে ক্যাম্প ন্যুতে ফেরার পরিকল্পনা বাতিল করে দিয়েছে বার্সেলোনা। এর ফলে স্টেডিয়ামের দরজা নতুন করে খোলার সময় আরো পিছিয়ে গেল। 

গত দুই বছর ধরে ঐতিহ্যবাহী ক্যাম্প ন্যুতে সংষ্কার কাজ চলছে। আগামী ১০ আগস্ট নতুন সংষ্কারকৃত স্টেডিয়ামে কাতালান জায়ান্টদের একটি প্রীতি ম্যাচ খেলার কথা ছিল। কিন্তু এ যাত্রায় আংশিক ভাবে স্টেডিয়াম খোলার পরিকল্পনা বাতিল করা হয়েছে। 

এ সম্পর্কে ক্লাবের এক বিবৃতিতে বলা হয়েছে, ‘স্পটিফাই ক্যাম্প ন্যুতে অনুষ্ঠিতব্য প্রথম ম্যাচটি বাতিলের সিদ্ধান্ত নিয়েছে বার্সেলোনা। কারন কাজের বিশালতার কারণে প্রথম লাইসেন্স প্রদানের জন্য প্রবিধান অনুসারে সমস্ত প্রয়োজনীয়তা পূরণ করা অসম্ভব ছিল। যদিও ক্লাবটি স্পটিফাই ক্যাম্প ন্যুয়ের বিভিন্ন বিভাগ খোলার ইচ্ছা প্রকাশ করেছিল।’

নতুন সিদ্ধান্ত অনুযায়ী আগামী ১৩ অথবা ১৪ সেপ্টেম্বর ভ্যালেন্সিয়ার বিপক্ষে লা লিগার ম্যাচটি দিয়ে ক্যাম্প ন্যুতে ফিরে আসার পরিকল্পনা করেছে বার্সেলোনা। এ কারনে বার্সেলোনার প্রথম তিনটি লিগ ম্যাচে ঘরের বাইরে অনুষ্ঠিত হবে। 

যদিও এখনো পর্যন্ত বার্সেলোনার পক্ষ থেকে নির্দিষ্ট করে বলা হয়নি ঐ তারিখেই স্টেডিয়াম তারা উন্মুক্ত করতে পারবে কিনা। 

প্রীতি ম্যাচটি ইতালিয়ান ক্লাব কোমোর বিপক্ষে খেলার কথা ছিল। এখন ক্যাম্প ন্যুর পরিবর্তে সেই ম্যাচটি অনুশীলন গ্রাউন্ডের পাশে ইউহান ক্রুইফ স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে। 

গত দুই মৌসুম ধরে ক্যাম্প ন্যুর পরিবর্তে বার্সেলোনা তাদের হোম ম্যাচগুলো অলিম্পিক স্টেডিয়ামে খেলেছে। 
এর আগে ২০২৪ সালে নভেম্বরে ক্লাবের ১২৫তম বার্ষিকী উপলক্ষে ক্যাম্প ন্যুতে ফিরে আসার পরিকল্পনা করেছিল বার্সেলোনা। কিন্তু ঐ সময় থেকেই ক্লাবের সংষ্কার কাজে বিলম্ব শুরু হয়। 

পুরো কাজ শেষ হবার আগ পর্যন্ত প্রাথমিক ভাবে ক্যাম্প ন্যুর ধারণক্ষমতা হবে ৬০ হাজার। কিন্তু আগামী গ্রীষ্মে পুরো সংষ্কার কাজ শেষ হলে বর্ধিত অংশ মিলিয়ে পুরো স্টেডিয়ামের ধারণক্ষমতা হবে ১ লাখ ৫ হাজার। 

ক্যাম্প ন্যুর পুন:নির্মাণ প্রকল্পে বার্সেলোনার ব্যয় ধরা হয়েছে ১.৫ বিলিয়ন ইউরো।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০