ঢাকা, ১৯ জুলাই ২০২৫ (বাসস) : বাংলাদেশ ব্যাডমিন্টন ফেডারেশনের ব্যবস্থাপনায় আয়োজিত ৩৯তম জাতীয় ব্যাডমিন্টন প্রতিযোগিতায় পুরুষ এককে হ্যাটট্রিক শিরোপা জয় করেছেন খন্দকার আব্দুস সোয়াদ। নারী এককে চ্যাম্পিয়ন হয়েছেন নাছিমা খাতুন।
আজ শহীদ তাজউদ্দিন আহমেদ ইনডোর স্টেডিয়ামে আয়োজিত পুরুষ এককের ফাইনালে বাংলাদেশ আনসার ও ভিডিপির শাটলার সোয়াদ বাংলাদেশ সেনাবাহিনীর আল আমিন জুমারকে ২১-১৪, ২১-৪ গেমে সরাসরি সেটে পরাজিত করে তৃতীয়বারের মত জাতীয় আসরের শ্রেষ্ঠত্ব অর্জণ করেছেন।
পুরুষ দ্বৈতে বাংলাদেশ পুলিশের মো: মিজানুর রহমান ও রাহাতুন নাঈম জুটি ২১-৮, ২১-১৪ পয়েন্টে একই দলের মোয়াজ্জেম হোসাইন অহিদুল ও মো: রাফিউল লেইস রাঈদ জুটিকে পরাজিত করে শিরোপা জিতেছেন।
এদিকে নারী এককের ফাইনালে বাংলাদেশ সেনাবাহিনীর নাছিমা একই দলের উর্মি আক্তারের বিপক্ষে বেশ কষ্টার্জিত জয় পেয়েছেন। প্রথম সেটে নাছিমা ১২-২১ পয়েন্টে হেরে গেলেও পরের দুই সেটে ২১-১৭, ২১-১৭ পয়েন্টে উর্মিকে পরাজিত করে শিরোপা জিতেছেন।
সেনাবাহিনীর শাটলার নাছিমা একক ছাড়ও দ্বৈত ও মিক্সড দ্বৈতেও শিরোপা জিতে ত্রিমুকুট জয় করেছেন। নারী দ্বৈতে সেনাবাহিনী বৃষ্টি-নাছিমা জুটি ২১-১৫, ১৮-২১, ২১-১৯ পয়েন্টে একই দলের উর্মি আক্তার-রেশমা আক্তার জুটিতে পরাজিত করে চ্যাম্পিয়ন হবার গৌরব অর্জণ করেন।
মিক্সড দ্বৈতে সেনাবাহিনীর এসএসএম সিফাতুল্লাহ-নাছিমা জুটি ফাইনালে একই দলের জুমার-উর্মি জুটিকে ২১-১৬, ২৩-২১ পয়েন্টে পরাজিত করে শিরোপা জয় করেছেন।
ফাইনালে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বিজয়ীদের হাতে পুরস্কার তুলে দেন আইন, বিচার ও সংসদ বিষয়ক মন্ত্রণালয় এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের উপদেষ্টা ড. আসিফ নজরুল।
এবারের আসরে রেকর্ড ৯ লাখ টাকার প্রাইজমানি দেয়া হয়েছে। এর মধ্যে পুরুষ এককের চ্যাম্পিয়ন দেড় লাখ, রানার্স-আপ ১ লাখ, নারী এককের চ্যাম্পিয়ন এক লাখ, রানার্স-আপ ৫০ হাজার, পুরুষ দ্বৈতে চ্যাম্পিয়ন ১ লাখর ২০ হাজার, রানার্স-আপ ৮০ হাজার, নারী দ্বৈতে চ্যাম্পিয়ন জুটি ১ লাখ, রানার্স-আপ ৫০ হাজার, মিক্সড দ্বৈতে চ্যাম্পিয়ন জুটি ১ লাখ ও রানার্স-আপ জুটি পেয়েছে ৫০ হাজার টাকা।