বার্সেলোনায় যাবার দ্বারপ্রান্তে রাশফোর্ড

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ১৯:১৫
ছবি : সংগৃহীত

ঢাকা, ২০ জুলাই ২০২৫ (বাসস) : কাতালান জায়ান্ট বার্সেলোনার সাথে চুক্তির দ্বারপ্রান্তে পৌঁছে গেছেন ম্যানচেস্টার ইউনাইটেড তারকা মার্কোস রাশফোর্ড। বিভিন্ন গণমাধ্যম সূত্র এই দাবী জানিয়েছে। 

গত ১২ ডিসেম্বরের পর থেকে শৈশবের ক্লাবের হয়ে মাঠে নামেননি ২৭ বছর বয়সী রাশফোর্ড। ফেব্রুয়ারির শুরুতে ধারে এ্যাস্টন ভিলায় খেলতে গিয়েছিলেন। 

ম্যানেজার রুবেন আমেরিমের অধীনে রাশফোর্ড যখন ইউনাইটেডের প্রথম দলে জায়গা হারান, তখন থেকেই ইংলিশ এই তারকার উপর নজড় ছিল বার্সেলোনার। 

ব্রিটিশি প্রেস এসোসিয়েশন বলেছে রাশফোর্ডের সাথে বার্সেলোনার আলোচনা বেশ এগিয়ে গেছে। এক মৌসুমের জন্য বার্সেলোনা তার সাথে ধারে চুক্তি করতে পারে। 

রাশফোর্ডের সাথে আরো পাঁচজন খেলোয়াড় ইতোমধ্যেই ওল্ড ট্র্যাফোর্ড ছাড়ার বিষয়টি ইউনাইটেডকে জানিয়েছে। রাশফোর্ড ইউনাইটেডের একাডেমি থেকে মূল দলে খেলার সুযোগ পেয়েছেন। এ পর্যন্ত ৪২৬ ম্যাচে করেছেন ১৩৮ গোল। 

ইংলিশ এই ফরোয়ার্ড স্বীকার করেছে ডিসেম্বরে নতুন চ্যালেঞ্জ নিতে তিনি প্রস্তুত ছিলেন। গত মাসে তিনি জানিয়েছেন বার্সেলোনার টিনএজ সেনসেশন লামিন ইয়ামালের সাথে এক দলে খেলতে তিনি মুখিয়ে আছেন। 

নতুন মৌসুম শুরুর আগে প্রাক-মৌসুম অনুশীলনে রাশফোর্ড দলের বাইরে গিয়ে একা অনুশীলন করেছেন। 

বার্সেলোনা স্পোর্টিং পরিচালক ডেকো মে মাসে বলেছিলেন তিনি রাশফোর্ডকে খুবই পছন্দ করেন। এমনকি কোচ হান্সি ফ্লিকও রাশফোর্ডকে একজন চমৎকার খেলোয়াড় হিসেবে অ্যাখ্যা দিয়েছেন। 

বার্সেলোনায় রাশফোর্ডের এখন আর নির্দিষ্ট কোন জার্সি নেই। ব্রাজিলিয়ান ফরোয়ার্ড মাথিয়াস কুনহার কাছে তিনি ১০ নম্বর জার্সিটি হারিয়েছেন। বর্তমান ট্রান্সফার উইন্ডোতে লেফট-ব্যাক দিয়েগো লিঁওর সাথে কুনহা ইউনাইটেডে এসেছেন। 

ব্রেন্টফোর্ড ফরোয়ার্ড ব্রায়ান এমবুয়েমোকে ৬৫ মিলিয়ন পাউন্ডে দলে নেবার বিষয়টি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ইউনাইটেড। এমনকি রাশফোর্ড যদি প্রাথমিক ভাবে ধারে যাবার জন্য রাজী হয় তাহলে ইউনাইটেডের বেশ কিছু অর্থ বেঁচে যাবে। 

স্প্যানিশ উইঙ্গার নিকো উইলিয়ামসকে দলে নেবার জোড় প্রচেষ্টা চালিয়েছিল বার্সা। কিন্তু ২৩ বছর বয়সী নিকো সম্প্রতি এ্যাথলেটিক বিলবাওয়ের সাথে ১০ বছরের চুক্তিতে স্বাক্ষর করেছেন। 

গত মৌসুমে কাতালান জায়ান্টরা ফ্লিকের অধীনে প্রথম বছরে লিগ ও কাপ ডাবল জয় করেছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০