আগামী বছর ফিরে আসছে চ্যাম্পিয়ন্স লিগ টি২০

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২০:১৯

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী বছর থেকে পুনরায় আন্তর্জাতিক ফ্র্যাঞ্চাইজি টি২০ ক্রিকেট টুর্নামেন্ট চ্যাম্পিয়ন্স লিগ টি২০ চালুর সিদ্ধান্ত নিয়েছে আন্তর্জাতিক ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। ২০২৬ সালের সেপ্টেম্বরে এই টুর্নামেন্ট আয়োজিত হতে পারে বিভিন্ন আন্তর্জাতিক গণমাধ্যম রিপোর্ট প্রকাশ করেছে। 

রিপোর্ট অনুযায়ী, সিঙ্গাপুরে আইসিসির সাম্প্রতিক বার্ষিক সভায় বিলুপ্ত প্রতিযোগিতাটি ফিরিয়ে আনার সিদ্ধান্ত নেওয়া হয়।

২০১৪ সালে সর্বশেষ চ্যাম্পিয়ন্স লিগ টি২০ অনুষ্ঠিত হয়েছিল। বেশ কয়েকটি গুরুত্বপূর্ণ সদস্য দেশের সমর্থনের ভিত্তিতে টুর্নামেন্টটি আবার চালু করার প্রস্তাব আসে আইসিসির সামনে। এ কারনেই পুনরায় টুর্নামেন্টটি শুরু করার ব্যপারে বেশ খানিকটা এগিয়ে গেছে আইসিসি। 

টুর্নামেন্ট আয়োজনে সৌদি আরব আর্থিকভাবে সহযোগিতা করবে বলেও রিপোর্টের সূত্রমতে জানা গেছে। 

এমনকি আগামী বছর এই টুর্নামেন্ট সৌদি আরব আয়োজন করতে চায়। এর মাধ্যমে ক্রিকেটের প্রতি মধ্যপ্রাচ্যের দেশটির আগ্রহ সকলের কাছে প্রমানিত হয়েছে। 

বিশ্বব্যাপী ঘরোয়া টি-টোয়েন্টি লিগের দ্রুত সম্প্রসারণের প্রেক্ষাপটে, কোন ক্লাব বা ফ্র্যাঞ্চাইজি খেলোয়াড়রা প্রতিনিধিত্ব করবেন তা নির্ধারণ করাই এখন এই টুর্ণামেন্টের মূল চ্যালেঞ্জ।

প্রস্তাবিত গাইডলাইন অনুযায়ী খেলোয়াড়রা বছরে কমপক্ষে দুটি ও সর্বোচ্চ পাঁচটি ফ্র্যাঞ্চাইজি লিগে খেলার অনুমতি পাবে। 

২০০৮ সালে ভারত, অস্ট্রেলিয়া ও দক্ষিণ আফ্রিকা ক্রিকেট বোর্ডের যৌথ প্রচেষ্টায় টি২০ চ্যাম্পিয়ন্স লিগ শুরু হয়েছিল। ২০১৪ সাল পর্যন্ত চলেছে এই টুর্ণামেন্ট। কিন্তু প্রতিনিয়ত আর্থিক ক্ষতির মুখে বাণিজ্যিক পার্টনার টুর্নামেন্ট চালাতে অপারগতা জানালে শেষ পর্যন্ত এর আয়োজন বন্ধ হয়ে যায়। 

টুর্নামেন্টের কাঠামো ও আর্থিক ফ্রেমওয়ার্ক এখনো চূড়ান্ত হয়নি। তবে বিষয়টি নিয়ে আলোচনা চলছে। 

লিগের সর্বশেষ আসরে ভারতের চারটি, দক্ষিণ আফ্রিকা ও অস্ট্রেলিয়ার দুটি করে এবং পাকিস্তান, নিউজিল্যান্ড ও ওয়েস্ট ইন্ডিজের একটি করে দল অংশ নিয়েছিল। এরপর আর এই টুর্ণামেন্ট অনুষ্ঠিত হয়নি।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
প্রাইমারি স্কুলের শিক্ষকদের অফলাইনে বদলি ও সংযুক্তি সাময়িকভাবে বন্ধ
মুস্তাফিজের নয়া রেকর্ড
রাষ্ট্র কাঠামো সংস্কারের জন্যই আমরা লড়াই করছি : সেলিমা রহমান
বিএমইউতে ড্যাব নির্বাচন নিয়ে জাতীয়তাবাদী চিকিৎসকদের মতবিনিময় সভা অনুষ্ঠিত
ড. ইমরান আনসারীর সঙ্গে কুমিল্লা সাংবাদিক ফোরাম, ঢাকা’র মতবিনিময়
বিএসডব্লিউ ব্যবহারে এনবিআর ও বিএইআরএ- এর মধ্যে এমওইউ সাক্ষর
দশ হাজার কেজি নারকেল নিলামে তুলছে চট্টগ্রাম কাস্টমস
বাংলাদেশের বিপক্ষে টি-টোয়েন্টিতে সর্বনিম্ন রান পাকিস্তানের
১০