ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : আগামী ২৪ জুলাই থেকে ওল্ড ট্র্যাফোর্ডে শুরু হচ্ছে ইংল্যান্ড বনাম ভারতের মধ্যকার চতুর্থ টেস্ট। এই টেস্টের আগে ভারতীয় পেস আক্রমন বিভাগে দেখা দিয়েছে দু:শ্চিন্তা।
পিঠের ইনজুরির কারনে ফাস্ট বোলার আকাশ দ্বীপের এই ম্যাচে খেলা নিয়ে শঙ্কা দেখা দিয়েছে।
বিভিন্ন সূত্রমতে জানা গেছে অনুশীলনে হাতের ইনজুরিত পড়ে আর্শদ্বীপ সিংও দল থেকে ছিটকে গেছেন।
এর ফলে আকাশ দ্বীপ ও আর্শ্বদ্বীপ সিংয়ের জায়গায় ভারতীয় দলীয় ব্যবস্থাপনা পেসার আনশুল কামবোজকে দলে ডেকেছে।
এজবাস্টনে সিরিজের একমাত্র ম্যাচে ভারতের জয়ের পিছনে আকাশ গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেছেন। লর্ডস টেস্ট তিনি উরুর ইনজুরিতে পড়েন। দ্বিতীয় ইনিংসের মাঝামাঝিতে তিনি মাঠ ছেড়ে বাইরে চলে আসেন এবং পরবর্তীতে আবারো মাঠে ফিরেছিলেন। কিন্তু ঐদিন তিনি আর বোলিং করতে পারেননি।
ম্যানচেস্টার টেস্টকে সামনে রেখে অনুশীলন সেশনে তিনি নেটে বোলিং করেননি। এ কারনেই তার ফিটনেস নিয়ে শঙ্কা বেড়েছে।
ভারতীয় বিভিন্ন গণমাধ্যমের মতে আকাশ বেশ কিছুদিন ধরে পিঠের সমস্যায় ভুগছেন। এ কারনে চতুর্থ টেস্টে তার খেলার সম্ভাবনা প্রায় নেই বললেই চলে।
দলের প্রাথমিক পরিকল্পনা ছিল জাসপ্রিত বুমরাহ এই সিরিজে মাত্র তিনটি টেস্টে অংশ নিবেন। কিন্তু আকাশের ইনজুরিতে ম্যানচেস্টারেও বুমরাহকেই পেস আক্রমনের নেতৃত্ব দিতে হবে।
এদিকে আর্শদ্বীপের পুরোপুরি সুস্থ হয়ে উঠতে আরো অন্তত দশ দিনের মত সময় লাগবে।
তরুন পেসার আনশুলকে আপদকালীন সময়ের জন্য দলভূক্ত করা হয়েছে। আকাশ ও আর্শদ্বীপ উভয়ই যদি শেষ পর্যন্ত ছিটকে পড়েন তবে আনশুলের অভিষেক হতে পারে।
গত সপ্তাহে লর্ডসে পাঁচ ম্যাচের সিরিজের তৃতীয় টেস্টে ইংল্যান্ড ২২ রানে জয়ী হয়েছে। অল-রাউন্ড পারফরমেন্সের কারনে ইংলিশ অধিনায়ক বেন স্টোকস ম্যাচ সেরা মনোনীত হয়েছেন। এই জয়ে ইংল্যান্ড সিরিজে ২-১ ব্যবধানে এগিয়ে রয়েছে।
ভারতীয় টেস্ট স্কোয়াড : শুভমান গিল (অধিনায়ক), রিশাভ পান্ত (সহ-অধিনায়ক), যশস্বী জয়সওয়াল, কেএল রাহুল, সাই সুদর্শন, অভিমান্যু বিশ্বরন, করুন নায়ার, নিতিশ রেড্ডি, রবিন্দ্র জাদেজা, ধ্রুব জুরেল, ওয়াশিংটন সুন্দর, শার্দুল ঠাকুর, জাসপ্রিত বুমরাহ, মোহাম্মদ সিরাজ, প্রসিদ্ধ কৃষ্ণা, আকাশদ্বীপ, আর্শদ্বীপ সিং, কুলদ্বীপ যাদব, আনশুল কামবোজ।