প্রথম বিভাগ দাবা লিগে সপ্তম রাউন্ড শেষে ইসফট এরিনা শীর্ষে

বাসস
প্রকাশ: ২০ জুলাই ২০২৫, ২১:৩২

ঢাকা, ২০ জুলাই, ২০২৫ (বাসস) : বাংলাদেশ দাবা ফেডারেশনের আয়োজনে প্রথম বিভাগ দাবা লিগের সপ্তম রাউন্ডের খেলা শেষে ইসফট এরিনা চেস ক্লাব পূর্ণ ১৪ পয়েন্ট নিয়ে পয়েন্ট তালিকায় এককভাবে শীর্ষে রয়েছে। 

১২ পয়েন্ট নিয়ে সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ও অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল যুগ্মভাবে দ্বিতীয় স্থানে এবং ১১ পয়েন্ট করে নিয়ে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাব তৃতীয় স্থানে রয়েছে।

আজ বাংলাদেশ দাবা ফেডারেশনের ক্রীড়া কক্ষে অনুষ্ঠিত সপ্তম রাউন্ডের খেলায় ইসফট এরিনা চেস ক্লাব ২.৫-১.৫ গেম পয়েন্টে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবকে পরাজিত করে। ইসফট এরিনা চেস ক্লাবের আনিসুজ্জামান জুয়েল ও ক্যান্ডিডেট মাস্টার শফিক আহমেদ যথাক্রমে আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের আফজাল হোসেন সাচ্চু ও সিয়াম আহমেদকে পরাজিত করে। আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের গোলাম মোস্তফা ইসফট এরিনা চেস ক্লাবের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ার্সিয়া খুশবুকে পরাজিত করে এবং ইসফট এরিনা চেস ক্লাবের দেলোয়ার হোসেন আব্দুন নূর ভূঁইয়া মেমোরিয়াল ক্লাবের মহিলা ক্যান্ডিডেট মাস্টার ওয়ালিজা আহমেদ এর সাথে ড্র করেন।

সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাব ৩.৫-০.৫ গেম পয়েন্টে এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীকে পরাজিত করে। সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের পক্ষে অনতু চৌধুরি, ক্যান্ডিডেট মাস্টার মোঃ শওকত বিন ওসমান শাওন ও ক্যান্ডিডেট মাস্টার আবজিদ রহমান এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীর ঐতিহ্য বড়ুয়া, আফনান জারিফ হক ও আওসাফ চৌধুরীকে পরাজিত করেন। সাধারণ বীমা কর্পোরেশন স্পোর্টিং ক্লাবের ক্যান্ডিডেট মাস্টার মোঃ শরীয়ত উল্লাহ এলিগেন্ট ইন্টারন্যাশনাল চেস একাডেমীর গোলাম সারওয়ারে সাথে ড্র করেন।

অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দল ৪-০ গেম পয়েন্টে ক্লাসিক চেস একাডেমীকে পরাজিত করে। অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দলের পক্ষে আমির সোহেল, ক্যান্ডিডেট মাস্টার মনির হোসেন ও মর্তুজা মাহথির ইসলাম ক্লাসিক চেস একাডেমীর সৈয়দা ফাইরুজ জারিফা, অরন্যক সরকার অতনু এবং এস এম রাইয়ান আব্দুল্লাহকে পরাজিত করেন।

অগ্রনী ব্যাংক পিএলসি দাবা দলের মহিলা ফিদে মাস্টার নোশিন আনজুম ক্লাসিক চেস একাডেমীর জারিন তাসনিম এর বিরুদ্ধে ওয়াক-ওভার পান।

আগামীকাল বেলা ৩.০০টা হতে অষ্টম রাউন্ডের খেলা একই স্থানে শুরু হবে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
দুই দাবিতে বাংলাদেশ মেরিনার্স কমিউনিটির মানববন্ধন
পাকিস্তানের বিপক্ষে জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
তিস্তার পানি বিপদসীমার কাছাকাছি : উত্তরের নিম্নাঞ্চলে বন্যার আশঙ্কা
বাধা দিয়ে তারুণ্যের শক্তিকে থামানো যাবে না : নাহিদ ইসলাম
শ্বেতপত্রে প্রস্তাবিত শিক্ষা বিষয়ক প্রস্তাবনাগুলো যথাসম্ভব এগিয়ে নেয়া হবে : শিক্ষা উপদেষ্টা
সিলেটে জুলাই গণঅভ্যুত্থানের প্রথম বার্ষিকী উদযাপন উপলক্ষে কর্মসূচি
কুমিল্লা সীমান্তে বিজিবির অভিযানে বিপুল পরিমাণ মাদক ও চোরাচালানী পণ্য জব্দ
আওয়ামী লীগ জনগণকে স্বাধীনতার স্বপক্ষ ও বিপক্ষ শিবিরে বিভক্ত করেছে : সালাহউদ্দিন
পায়রা বন্দরের মাস্টারপ্ল্যান বাস্তবায়িত হলে এই অঞ্চল হবে অর্থনীতির চালিকাশক্তি : নৌপরিবহন উপদেষ্টা
ফিটনেসবিহীন গণপরিবহন সরিয়ে নিতে বিশেষ ঋণ দেবে সরকার: সড়ক উপদেষ্টা
১০