জিম্বাবুয়েকে হারিয়ে ফাইনালে দক্ষিণ আফ্রিকা

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:০৪

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (বাসস) : ত্রিদেশীয় টি-টোয়েন্টি সিরিজের ফাইনালে উঠেছে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা। 

গতরাতে প্রতিযোগিতার চতুর্থ ম্যাচে জিম্বাবুয়েকে ৭ উইকেটে হারায় দক্ষিণ আফ্রিকা। এই জয়ে নিউজিল্যান্ডকে নিয়ে ফাইনালের টিকিট নিশ্চিত করেছে প্রোটিয়ারা। টানা তিন ম্যাচ হেরে ফাইনাল খেলার স্বপ্ন ভঙ্গ হল স্বাগতিক জিম্বাবুয়ের। 

ত্রিদেশীয় সিরিজে তিন দলই চারটি করে ম্যাচ খেলেছে। নিউজিল্যান্ড ২ ও দক্ষিণ আফ্রিকা ৩ ম্যাচ খেলে ৪ করে পয়েন্ট নিয়ে ফাইনাল নিশ্চিত করেছে। 

৩ ম্যাচে কোন জয় না পাওয়ায় কোন পয়েন্টের দেখা পায়নি জিম্বাবুয়ে। তাই এক ম্যাচ বাকী থাকতে প্রতিযোগিতা থেকে বিদায় নিয়েছে স্বাগতিক জিম্বাবুয়ে।

হারারেতে টস হেরে প্রথমে ব্যাট করে ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রান করে জিম্বাবুয়ে। দলের হয়ে ব্যাট হাতে ওপেনার ব্রেন বেনেট ৬১ ও রায়ান বার্ল অপরাজিত ৩৬ রান করেন। দক্ষিণ আফ্রিকার কর্বিন বশ ২ উইকেট নেন। 

জবাবে অধিনায়ক রাসি ভ্যান ডার ডুসেন ও রুবিন হারমানের জোড়া হাফ-সেঞ্চুরিতে ১৬ বল বাকী থাকতে জয়ের স্বাদ নিয়ে ফাইনালে পা রাখে দক্ষিণ আফ্রিকা। ৬ চারে অপরাজিত ৫২ রান করেন ডুসেন। 

৩টি চার ও ৪টি ছক্কায় ৩৬ বলে ৬৩ রানের ইনিংসে ম্যাচ সেরা হন হারমান।

লিগ পর্বে এখনও আর দুই ম্যাচ বাকী আছে। দক্ষিণ আফ্রিকা এবং জিম্বাবুয়ের বিপক্ষে খেলবে নিউ জিল্যান্ড। তবে ফাইনালের দু’দল নিশ্চিত হয়ে যাওয়ায় ঐ দুই ম্যাচ এখন নিয়মরক্ষার। 

আগামী ২৬ জুলাই হারারেতে ফাইনাল খেলবে নিউজিল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০