মাইলস্টোন ট্র্যাজেডিতে শোক বার্তা তামিম-লিটন-তাসকিনদের

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৭:৪৯

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (বাসস) : রাজধানীর উত্তরার মাইলস্টোন স্কুল এন্ড কলেজের ভবনে আজ বিমানবাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হওয়ার ঘটনায় শোক প্রকাশ করেছেন জাতীয় ক্রিকেট দলের খেলোয়াড়রা।

সামাাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে শোক বার্তা দিয়ে জাতীয় দলের ওপেনার তামিম ইকবাল লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের সকলের জন্য প্রার্থনা।’

প্রথম পোস্টের কিছুক্ষণ বাদে আবারও একটি পোস্ট করেন তামিম। তিনি লিখেন, ‘যা হয়েছে ও হচ্ছে, সবকিছুই প্রচন্ড বেদনাদায়ক। আমাদের হৃদয় ভেঙে যাচ্ছে, আমরা বিধ্বস্ত। আপাতত সংবাদকর্মীদের প্রতি অনুরোধ, বিশেষ করে টিভি ও ডিজিটাল মিডিয়ার কাছে অনুরোধ, আক্রান্ত বাচ্চাদের রক্তাক্ত ও আহত অবস্থার ছবি-ভিডিও লাইভ দেখাবেন না। দেখালেও অন্তত ঝাপসা করে দেবেন দয়া করে।

ওরা আমাদের বাচ্চা। ওদের জন্য আমাদের সবটুকু প্রার্থনা।’

বাংলাদেশে টি-টোয়েন্টি অধিনায়ক লিটন দাস লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন স্কুল এন্ড কলেজের মর্মান্তিক ঘটনার শিকার সবাইকে জানাই আমাদের প্রার্থনা ও গভীর সমবেদনা। সান্তনা ও শক্তি পৌঁছে যাক হতাহতদের এবং তাদের পরিবারের কাছে।’

টাইগার দলের পেসার তাসকিন আহমেদ লিখেন, ‘হে মহান আল্লাহ। উত্তরায় মাইলস্টোন কলেজের উপর ঘটে যাওয়া মর্মান্তিক বিমান দুর্ঘটনায় আহত ও অগ্নিদগ্ধ সবাইকে আপনি আপনার রহমতের চাদরে ঢেকে রাখুন। আপনার অশেষ দয়ায় তাদের কষ্ট লাঘব হোক, ফিরে পাক সুস্থতা ও শান্তি।’

ওয়ানডে দলের অধিনায়ক ও অলরাউন্ডার মেহেদি হাসান মিরাজ লিখেছেন, ‘উত্তরা মাইলস্টোন কলেজের জন্য প্রার্থনা।’

দলের আরেক অলরাউন্ডার শেখ মাহেদি লিখেছেন, ‘মাইলস্টোন কলেজের উপরে একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়েছে। আগুন ছড়িয়ে পড়েছে ক্যাম্পাসের বিল্ডিংয়ে। সবাই দোয়া করুন। সবাই সাহায্য করতে এগিয়ে আসুন। আল্লাহ তায়ালা আমাদের সবাইকে হেফাজত করুন।’

টেস্ট দলের সাবেক অধিনায়ক মোমিনুল হক লিখেছেন, ‘এই হৃদয়বিদারক ট্র্যাজেডি আমাদের সকলকে গভীরভাবে নাড়িয়ে দিয়েছে। মাইলস্টোন কলেজ পরিবারের প্রতি আমাদের গভীর সমবেদনা। এই শোকের সময় আমরা আপনাদের পাশে আছি।’

সতর্কবার্তা দিয়ে অনূর্ধ্ব-১৯ বিশ্বকাপজয়ী অধিনায়ক আকবর আলী লিখেছেন, ‘বিনা প্রয়োজনে হাসপাতাল বা রাস্তায় বের হয়ে দূর্ঘটনার স্থান দেখতে গিয়ে চিকিৎসক ও উদ্ধারকর্মীদের কাজে ব্যাঘাত ঘটাবেন না দয়া করে। কখনও কখনও কিছু না করাও উপকার করার সমান।’

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০