রিয়ালের সাথে দুই বছরের চুক্তি নবায়ন করলেন কুর্তোয়া

বাসস
প্রকাশ: ২১ জুলাই ২০২৫, ১৮:৫৭

ঢাকা, ২১ জুলাই ২০২৫ (বাসস) : রিয়াল মাদ্রিদের সাথে দুই বছরের জন্য চুক্তি বৃদ্ধি করেছেন অভিজ্ঞ গোলরক্ষক থিবো কুর্তোয়া। নতুন চুক্তি অনুযায়ী ২০২৭ সালের জুন পর্যন্ত কুর্তোয়া রিয়ালেই থাকছে। ক্লাবের এক বিবৃতিতে এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

কুর্তোয়ার সাথে রিয়ালের আগের চুক্তি আগামী গ্রীষ্মে শেষ হয়ে যাবার কথা ছিল। 

৩৩ বছর বয়সী কুর্তোয়া ২০১৮ সালে মাদ্রিদে যোগ দেন। তারপর থেকেই নিজেকে বিশ্বের অন্যতম নির্ভরযোগ্য গোলরক্ষক হিসেবে প্রতিষ্ঠা করেন। রিয়ালে জার্সিতে এ পর্যন্ত বেলজিয়ান এই গোলরক্ষক দুটি চ্যাম্পিয়ন্স লিগ ও তিনটি লা লিগা শিরোপা জয় করেছেন। 

মাদ্রিদের ক্লাব পলিসিতে বলা আছে ৩০ বছরের উপরের বয়সী খেলোয়াড়দের সাথে এক বছরের বেশী মেয়াদে চুক্তি করা যাবেনা। কিন্তু কুর্তোয়ার বেলায় তার ব্যতিক্রম দেখা গেছে। এতেই দলে তার গুরুত্ব প্রমানিত হয়। 

অতি সম্প্রতি কুর্তোয়া ক্লাব বিশ্বকাপে মাদ্রিদের হয়ে সবগুলো ম্যাচে মূল দলে খেলেছেন। কোয়ার্টার ফাইনালে বরুসিয়া ডর্টমুন্ডের বিপক্ষে যোগ হওয়া সময়ে তার গুরুত্বপূর্ণ একটি সেভে কার্যত রিয়ালের সেমির টিকেট নিশ্চিত হয়।

রিয়াল কোচ জাবি আলোনসো এ সম্পর্কে বলেছেন, ‘থিবোর মত একজন গোলরক্ষক পেয়ে আমরা সত্যিই সৌভাগ্যবান। সে এমন একজন গোলরক্ষক যার কারনে আমরা ম্যাচে জিততে পারি।’

২০২৪-২৫ মৌসুমের হতাশা কাটিয়ে আলোনসোর অধীনে মাদ্রিদ আবারো ঘুড়ে দাঁড়ানোর প্রত্যয় ব্যক্ত করেছেন। সে লক্ষ্যে ইতোমধ্যেই ট্রেন্ট আলেক্সান্দার-আর্নল্ড, ডিন হুইসেন, আলভারো ক্যারেরাস ও ফ্র্যাঙ্কো মাস্তানটুনোর মত খেলোয়াড়দের দলে ভিড়িয়েছে। 

বেলজিয়ান ক্লাব জেঙ্কের হয়ে পেশাদার ক্যারিয়ার শুরু করেছিলেন কুর্তোয়া। ২০১১ সালে চেলসিতে যোগ দেন। স্ট্যামফোর্ড ব্রীজে সাত মৌসুমের মধ্যে এ্যাথলেটিকো মাদ্রিদে ধারে কাটিয়েছেন তিন বছর। এরপর ২০১৮ সালে রিয়াল মাদ্রিদে যোগ দেন। 

জাতীয় দলের কোচ ডোমেনিকো টেডেসকোর অধীনে প্রথম দলে জায়গা না পেয়ে ২০২৪ সালে আন্তর্জাতিক ফুটবল থেকে অবসর নিলেও আবারো এ বছর অবসর ভেঙ্গে ফিরে এসেছেন কুর্তোয়া।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
রাজধানীতে বিদ্যুৎস্পৃষ্ট হয়ে তিন শ্রমিকের মৃত্যু
হজ ও ওমরাহ পালনকে সহজ ও সাশ্রয়ী করার প্রয়াস অব্যাহত থাকবে : বিমান সচিব
অধ্যক্ষ আব্দুল জব্বারের মৃত্যুতে মির্জা ফখরুলের শোক প্রকাশ
বিএনপি সাম্প্রদায়িক সম্প্রীতির রাজনীতি বিশ্বাস করে : সেলিমুজ্জামান
সাংস্কৃতিক আগ্রাসন ঠেকাতে ইতিহাস চর্চায় মনোযোগ দিতে হবে : ড. মাহমুদুর রহমান
বাংলাদেশে সবার অধিকার সমান, এই দেশ সবার : সেনাবাহিনী প্রধান
ট্রাম্পের সঙ্গে সাক্ষাতে সোমবার ওয়াশিংটন যাচ্ছেন জেলেনস্কি
বাংলাদেশের মুক্তিযুদ্ধ ছাড়া এতো রক্তপাত দেখিনি: মাহবুব মোর্শেদ
হাটিকুমরুল-বনপাড়া মহাসড়ক ৪ লেনে ও বড়াইগ্রামে অর্থনৈতিক অঞ্চলের দাবিতে মানববন্ধন
নতুন বাংলাদেশ গড়তে কোনো বিভাজন নয় : আমীর খসরু 
১০