মাইলস্টোন ট্র্যাজেডি : ক্রীড়াঙ্গনে শোক প্রকাশ অব্যাহত

বাসস
প্রকাশ: ২২ জুলাই ২০২৫, ১৭:২১

ঢাকা, ২২ জুলাই, ২০২৫ (বাসস) : মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজে মর্মান্তিক বিমান দুর্ঘটনায় হতাহতের ঘটনায় বিভিন্ন ফেডারেশন এবং ক্রীড়া সংশ্লিষ্ট ব্যক্তিদের কাছ থেকে শোক প্রকাশ আজও অব্যাহত রয়েছে।

বাংলাদেশ জিমন্যাস্টিক্স ফেডারেশন এক বার্তায় বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় প্রাণহানিতে গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

একই ঘটনায় বাংলাদেশ টেনিস ফেডারেশন গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের সদস্যদের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ উশু ফেডারেশন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ বডি বিল্ডিং ফেডারেশন এক শোক বার্তায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হবার ঘটনায় গভীর শোক প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ বাস্কেটবল ফেডারেশন বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান দুর্ঘটনা এবং মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের হতাহতের ঘটনায় গভীর শোক ও দুঃখ প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ স্কোয়াশ ফেডারেশন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে যারা নিহত হয়েছেন তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে। 

বাংলাদেশ হকি ফেডারেশন মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ভবনে বাংলাদেশ বিমান বাহিনীর প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হবার ঘটনায় নিহতদের পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা প্রকাশ করেছে এবং শোকসন্তপ্ত পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।

বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন এক শোক বার্তায় জানিয়েছে ঢাকাস্থ উত্তরার দিয়াবাড়ী মাইলস্টোন স্কুল এন্ড কলেজে গতকাল প্রশিক্ষণ বিমান দুর্ঘটনায় বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন খুবই মর্মাহত। বিমান বিধ্বস্তে ছোট ছোট স্কুল শিক্ষার্থী মৃত্যু বরণ করেন। এ ঘটনায় হতাহতদের পরিবারের প্রতি বাংলাদেশ আরচ্যারী ফেডারেশন গভীর শোক প্রকাশ ও সমবেদনা জানাচ্ছে। বিমানের পাইলট ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলামসহ সকল নিহতদের মৃত্যুতে বাংলাদেশ আরচ্যারী ফেডারেশনের পক্ষ থেকে গভীর শোক ও দুঃখ প্রকাশের পাশাপাশি  সকলের বিদেহী আত্মার মাগফিরাত কামনা করা হয়েছে।

এদিকে বাংলাদেশ ফুটবল ফেডারেশনের উইমেন উইংয়ের চেয়ারম্যান মাহফুজা আক্তার কিরনও মাইলস্টোন স্কুল এন্ড কলেজে মর্মান্তিক এই বিমান বিধ্বস্তের ঘটনায় গভীর শোক প্রকাশ করেছেন। 
রাজধানীর উত্তরায় বাংলাদেশ বিমান বাহিনীর এফ-৭ বিজিআই প্রশিক্ষণ বিমান বিধ্বস্তের ঘটনায় এখন পর্যন্ত 

৩১ জন নিহত ও অন্তত ১৬৫ জন আহত হয়েছে।

আজ দুপুরে আন্তবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো এই তথ্য নিশ্চিত করা হয়েছে।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
আগামীকাল কুমিল্লায় এনসিপির পদযাত্রা ও সমাবেশ
কারিগরি বোর্ডের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিসিএস পরীক্ষায় অসদুপায় অবলম্বনকারীদের বিরুদ্ধে ব্যবস্থা নিয়েছে পিএসসি
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় ‘আমরা বিএনপি পরিবার’-এর শোক
পাকিস্তানের লজ্জার রেকর্ড
বাংলাদেশের জয়ে ক্রীড়া উপদেষ্টার অভিনন্দন
প্রথমবারের মত পাকিস্তানের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজ জিতল বাংলাদেশ
জাতীয় বিশ্ববিদ্যালয়ের ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত
বিমান দুর্ঘটনায় নিহতদের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করছে বিপিএসএ
মর্মান্তিক বিমান দুর্ঘটনায় কুয়েতের শোক প্রকাশ
১০