ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রিটস্কির

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটস্কি। ওয়ানডে অভিষেকের প্রথম পাঁচ ম্যাচেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে বিশ্ব রেকর্ডের জন্ম দেন তিনি।  

গতরাতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ব্রিটস্কি। 

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই অন্তত পাঁচটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। 

চলতি বছর ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটস্কির। 

অভিষেকেই ১৫০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। পরের তিন ওয়ানডেতে যথাক্রমে ৮৩, ৫৭, ৮৮ রান করেন ব্রিটস্কি। এবার ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের ইনিংসে বিশ্ব রেকর্ড দখলে নেন তিনি। 

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের নভোজাত সিং সিধু। তবে পাঁচ ম্যাচের চার ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছিলেন সিধু। মাঝে একটি ম্যাচে ব্যাটিং করা সুযোগ পাননি তিনি।

পাশাপাশি আরও একটি বিশ্ব রেকর্ড করেছেন ব্রিটস্কি। অভিষেকের পর প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। ৫ ইনিংসে ৪৬৩ রান করেছেন ব্রিটস্কি। এতে ভেঙে গেছে নেদারল্যান্ডসের টম কুপারের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে ৩৭৪ রান করেছিলেন কুপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০