ওয়ানডেতে বিশ্ব রেকর্ড ব্রিটস্কির

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৪

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ৫৪ বছরের ওয়ানডে ইতিহাসে বিশ্ব রেকর্ড গড়েছেন দক্ষিণ আফ্রিকার ব্যাটার ম্যাথু ব্রিটস্কি। ওয়ানডে অভিষেকের প্রথম পাঁচ ম্যাচেই হাফ-সেঞ্চুরির ইনিংস খেলে বিশ্ব রেকর্ডের জন্ম দেন তিনি।  

গতরাতে লর্ডসে ইংল্যান্ডের বিপক্ষে সিরিজের দ্বিতীয় ওয়ানডেতে ৭৭ বলে ৮৫ রানের ইনিংস খেলেন ব্রিটস্কি। 

বিশ্বের প্রথম ক্রিকেটার হিসেবে ক্যারিয়ারের প্রথম পাঁচ ম্যাচেই অন্তত পাঁচটি হাফ-সেঞ্চুরি করেছেন তিনি। 

চলতি বছর ফেব্রুয়ারিতে লাহোরে নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচ দিয়ে ওয়ানডে অভিষেক হয় ব্রিটস্কির। 

অভিষেকেই ১৫০ রানের নান্দনিক ইনিংস খেলেন তিনি। পরের তিন ওয়ানডেতে যথাক্রমে ৮৩, ৫৭, ৮৮ রান করেন ব্রিটস্কি। এবার ইংল্যান্ডের বিপক্ষে ৮৫ রানের ইনিংসে বিশ্ব রেকর্ড দখলে নেন তিনি। 

এতদিন এই রেকর্ডের মালিক ছিলেন ভারতের নভোজাত সিং সিধু। তবে পাঁচ ম্যাচের চার ইনিংসে হাফ-সেঞ্চুরি করেছিলেন সিধু। মাঝে একটি ম্যাচে ব্যাটিং করা সুযোগ পাননি তিনি।

পাশাপাশি আরও একটি বিশ্ব রেকর্ড করেছেন ব্রিটস্কি। অভিষেকের পর প্রথম পাঁচ ম্যাচে সর্বোচ্চ রানের মালিক হয়েছেন তিনি। ৫ ইনিংসে ৪৬৩ রান করেছেন ব্রিটস্কি। এতে ভেঙে গেছে নেদারল্যান্ডসের টম কুপারের রেকর্ড। ক্যারিয়ারের প্রথম পাঁচ ওয়ানডেতে ৩৭৪ রান করেছিলেন কুপার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
করিমগঞ্জে সালিশি দরবারে প্রতিপক্ষের ছুরিকাঘাতে যুবক নিহত
রোমে বাংলাদেশ দূতাবাসে পবিত্র ঈদ-ই-মিলাদুন্নবী (সা.) উদযাপন
পাকিস্তানের বাংলাদেশ হাইকমিশনে পবিত্র ঈদে মিলাদুন্নবী (সা.) উদযাপন
রৌমারীতে অটো ভ্যানের চাকায় পিষ্ট হয়ে শিশু নিহত
বিএনপিকে ক্ষমতায় আনার জন্য বাংলাদেশে নির্বাচন হবে না : সারোয়ার তুষার
কুমিল্লায় সীমান্তে ৫ কোটি টাকার ভারতীয় মোবাইল ডিসপ্লে জব্দ
বিভিন্ন অপরাধে জড়িত ৩৪ জনকে গ্রেফতার করেছে মোহাম্মদপুর ও আদাবর থানা পুলিশ
অপকর্মকারীদের বাবা-মায়ের নামসহ তালিকা ঝুলিয়ে দেয়া হবে : সারজিস
টাঙ্গুয়ার হাওরের জীববৈচিত্র্য রক্ষায় সরকার কার্যকর পদক্ষেপ গ্রহণ করবে : মৎস্য ও প্রাণিসম্পদ উপদেষ্টা
যাত্রাবাড়ী ফ্লাইওভারের ওপর বাস-সি এন জি সংঘর্ষে নিহত ২
১০