অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন টেইলর

বাসস
প্রকাশ: ০৫ সেপ্টেম্বর ২০২৫, ১৯:৫৯

ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : অবসর ভেঙে আন্তর্জাতিক ক্রিকেটে ফিরছেন নিউজিল্যান্ডের কিংবদন্তি ক্রিকেটার রস টেইলর। মায়ের জন্মভূমি সামোয়ার হয়ে খেলবেন তিনি। 

ওমানের মাটিতে আসন্ন এশিয়া-ইস্ট এশিয়া-প্যাসিফিক টি-টোয়েন্টি বিশ্বকাপ ২০২৬ বাছাইপর্বের জন্য ১৫ সদস্যের সামোয়া জাতীয় দলে ডাক পেয়েছেন টেইলর। বাছাই পর্ব টপকাতে পারলে আগামী বছরের টি-টোয়েন্টি বিশ্বকাপে খেলার যোগ্যতা অর্জন করবে সামোয়া।

সামোয়ার হয়ে খেলতে উদগ্রীব হয়ে আছেন টেইলর। তিনি বলেন, ‘ আমি অত্যন্ত আনন্দের সাথে আনুষ্ঠানিক ঘোষণা দিচ্ছি যে, নীল জার্সি গায়ে সামোয়ার হয়ে খেলতে যাচ্ছি। এটা শুধু আমার প্রিয় খেলায় ফেরার বিষয় নয়,  এটা আমার ঐতিহ্য, সংস্কৃতি, গ্রাম এবং পরিবারকে প্রতিনিধিত্ব করার বিশাল সম্মান। আমি দলে যোগ দেয়া, অভিজ্ঞতা শেয়ার করা এবং খেলায় অবদান রাখার সুযোগ পেয়ে রোমাঞ্চিত।’

আইসিসির নিয়ম অনুযায়ী, একটি দেশের হয়ে আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নেওয়ার তিন বছর পর অন্য দেশের হয়ে মাঠে নামা যাবে। ২০২২ সালের এপ্রিলে নিউজিল্যান্ডের হয়ে সর্বশেষ খেলেছেন তিনি। তিন বছর হয়ে যাওয়ায় অন্য দেশের হয়ে খেলতে কোন বাধা নেই টেইলরের।

২০০৬ থেকে ২০২২ সাল পর্যন্ত নিউজিল্যান্ডের হয়ে ১১২ টেস্ট, ২৩৬ ওয়ানডে এবং ১০২ টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন টেইলর। টেস্টে ৭ হাজার ৬৮৩, ওয়ানডে ৮ হাজার ৬০৭ এবং টি-টোয়েন্টিতে ১ হাজার ৯০৯ রান করেছেন তিনি।

৮ অক্টোবর থেকে শুরু হবে এশিয়া-প্যাসিফিক আঞ্চলিক অঞ্চলের লড়াই।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০