ঢাকা, ৫ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : নাটোরে জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু হয়েছে।
আজ বিকেল চারটায় নাটোর জেলা স্টেডিয়ামে টুর্নামেন্টের উদ্বোধন করেন জেলা প্রশাসক আসমা শাহীন।
এ সময় জেলা প্রশাসক বলেন, ‘বিভিন্ন খেলাধুলা আয়োজনের মাধ্যমে নাটোর জেলা স্টেডিয়ামকে সচল রাখতে চাই। পাশাপাশি জেলার সকল ইউনিয়ন পর্যায়ে অন্তত একটি খেলার মাঠ সচল করতে চাই। পড়াশুনার পাশাপাশি ক্রীড়া চর্চার মাধ্যমে শিক্ষার্থীরা সৃজনশীল কার্যক্রমে নিয়োজিত থাকবে, মাদক থেকে দূরে থাকবে।’
টুর্নামেন্টে জেলার সাতটি উপজেলা এবং নাটোর পৌরসভাসহ আটটি দল অংশ নিচ্ছে।
টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচে টাইব্রেকারে নলডাঙ্গা উপজেলা দল ৫-৪ গোলে হারায় নাটোর পৌরসভা দলকে।