নারী বুন্দেসলিগায় মিউনিখে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নারী বুন্দেসলিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে আলিয়াঁজ এরেনায় ৫৭,২৬২ জন ফুটবল সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যা জার্মান নারী ক্লাব ফুটবলে একটি রেকর্ড। 

গত মৌসুমের ডাবল শিরোপা জয়ী বায়ার্ন দ্বিতীয়ার্ধে ভানেসা গিলেস ও ক্লারা বুয়েহেলের গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়। 

এনিয়ে মাত্র পঞ্চম বারের মত আলিয়াঁজ এরেনা বায়ার্নের নারী দল খেলার সুযোগ পেল। অথচ পুরুষ দল তাদের সব হোম ম্যাচ এই মাঠেই খেলে থাকে। 

২০১১ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কানাডা ও স্বাগতিক জার্মানী। ঐ ম্যাচটিতে দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৩,৬৮০। 

শনিবারের ম্যাচটি গত মৌসুমে জার্মান কাপের সেমিফাইনালে হামবুর্গ ও ওয়ার্ডার ব্রেমেনের মধ্যকার ম্যাচে ৫৭ হাজার উপস্থিতিকে ছাড়িয়ে নতুন ক্লাব রেকর্ড গড়েছে। 

নারী বুন্দেসলিগায় এর আগের রেকর্ড ছিল ২০২৩ সালের এপ্রিলে কোলন বনাম এইনট্র্যাক ফ্র্যাংকফুর্টের মধ্যকার ম্যাচটিতে, যেখানে ৩৮,৩৬৫ জন সমর্থক মাঠে উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করেছিলেন। 

যদিও বিশ্ব ফুটবলে নারীদের কোন ফুটবল ম্যাচে দর্শক উপস্থিতির সংখ্যা আরো বেশী। ২০২২ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা বনাম উল্ফসবার্গের মধ্যকার ম্যাচে ক্যাম্প ন্যুতে রেকর্ড ৯১,৬৪৮ জন উপস্থিত ছিলেন। যা এখনো আনুষ্ঠানিক ভাবে নারী ফুটবলে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০