নারী বুন্দেসলিগায় মিউনিখে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ১৮:২৮

ঢাকা, ৭ সেপ্টেম্বর, ২০২৫ (বাসস) : নারী বুন্দেসলিগার নতুন মৌসুমের প্রথম ম্যাচেই বায়ার্ন মিউনিখের ঘরের মাঠে দর্শক উপস্থিতির নতুন রেকর্ড সৃষ্টি হয়েছে। শনিবার বায়ার লেভারকুসেনের বিপক্ষে মৌসুমের প্রথম ম্যাচে আলিয়াঁজ এরেনায় ৫৭,২৬২ জন ফুটবল সমর্থক স্টেডিয়ামে উপস্থিত ছিলেন, যা জার্মান নারী ক্লাব ফুটবলে একটি রেকর্ড। 

গত মৌসুমের ডাবল শিরোপা জয়ী বায়ার্ন দ্বিতীয়ার্ধে ভানেসা গিলেস ও ক্লারা বুয়েহেলের গোলে ২-০ ব্যবধানে জয়ী হয়। 

এনিয়ে মাত্র পঞ্চম বারের মত আলিয়াঁজ এরেনা বায়ার্নের নারী দল খেলার সুযোগ পেল। অথচ পুরুষ দল তাদের সব হোম ম্যাচ এই মাঠেই খেলে থাকে। 

২০১১ নারী বিশ্বকাপের প্রথম ম্যাচে বার্লিন অলিম্পিক স্টেডিয়ামে মুখোমুখি হয়েছিল কানাডা ও স্বাগতিক জার্মানী। ঐ ম্যাচটিতে দর্শক উপস্থিতির সংখ্যা ছিল ৭৩,৬৮০। 

শনিবারের ম্যাচটি গত মৌসুমে জার্মান কাপের সেমিফাইনালে হামবুর্গ ও ওয়ার্ডার ব্রেমেনের মধ্যকার ম্যাচে ৫৭ হাজার উপস্থিতিকে ছাড়িয়ে নতুন ক্লাব রেকর্ড গড়েছে। 

নারী বুন্দেসলিগায় এর আগের রেকর্ড ছিল ২০২৩ সালের এপ্রিলে কোলন বনাম এইনট্র্যাক ফ্র্যাংকফুর্টের মধ্যকার ম্যাচটিতে, যেখানে ৩৮,৩৬৫ জন সমর্থক মাঠে উপস্থিত হয়ে ম্যাচটি উপভোগ করেছিলেন। 

যদিও বিশ্ব ফুটবলে নারীদের কোন ফুটবল ম্যাচে দর্শক উপস্থিতির সংখ্যা আরো বেশী। ২০২২ সালের এপ্রিলে চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে বার্সেলোনা বনাম উল্ফসবার্গের মধ্যকার ম্যাচে ক্যাম্প ন্যুতে রেকর্ড ৯১,৬৪৮ জন উপস্থিত ছিলেন। যা এখনো আনুষ্ঠানিক ভাবে নারী ফুটবলে সর্বোচ্চ উপস্থিতির রেকর্ড।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
ডাকসু নির্বাচনে ভিপি-জিএস পদে প্রার্থীদের নিয়ে নির্বাচনী বিতর্ক
ঝটিকা মিছিলের বিষয়ে ‘মনিটরিং’ জোরদার করবে সরকার, নেবে কঠোর ব্যবস্থা : প্রেস সচিব
ফেব্রুয়ারির প্রথমার্ধেই নির্বাচন, কোনো শক্তি ঠেকাতে পারবে না : প্রেস সচিব
বগুড়ায় জুলাই শহীদ স্মৃতি জেলা প্রশাসক গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্ট শুরু
সিরাজগঞ্জ ডিসি গোল্ডকাপ ফুটবল টুর্নামেন্টের সেমিফাইনালে সিরাজগঞ্জ পৌরসভা
ইতালি পাচারকালে টাওয়ালে লুকানো ৭ কেজি কিটামিন জব্দ করেছে ডিএনসি
বোলিংয়ের অনুমতি পেলেন সুব্রায়েন
বেনাপোল আইসিপিতে ১টি পিস্তল ও ৯৩ রাউন্ড গুলিসহ ২ ভারতীয় নাগরিক আটক
ধর্মীয় অনুষ্ঠান চলাকালে ইন্দোনেশিয়ায় ভবন ধসে ৩ জন নিহত
নির্বাচনের সময় সাংবাদিকদের সতর্ক, সচেতন ও দায়িত্বশীল ভূমিকা পালন করতে হবে : তথ্য উপদেষ্টা 
১০