ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : ঘরের মাঠে প্রথমবারের মত দক্ষিণ আফ্রিকার বিপক্ষে পূর্ণাঙ্গ সিরিজ খেলবে পাকিস্তান ক্রিকেট দল। আগামী মাস থেকে শুরু হওয়া সিরিজে থাকছে দু’টি টেস্ট এবং তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ।
আজ ঐ সিরিজের চূড়ান্ত সূচি ঘোষণা করেছে পাকিস্তান ক্রিকেট বোর্ড (পিসিবি)।
টেস্ট দিয়ে সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। লাহোরে ১২ অক্টোবর থেকে শুরু হবে সিরিজের প্রথম টেস্ট। ২০ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট খেলতে নামবে দু’দল। ঐ সিরিজ দিয়ে আইসিসি টেস্ট চ্যাম্পিয়নশিপের ২০২৫-২৭ চক্র (চতুর্থ) শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা।
গত আসরের (তৃতীয় চক্র) ফাইনালে অস্ট্রেলিয়াকে ৫ উইকেটে হারিয়ে প্রথমবারের মত চ্যাম্পিয়ন হয়েছিল দক্ষিণ আফ্রিকা।
২৮ অক্টোবর থেকে রাওয়ালপিন্ডিতে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। পরের দুই ম্যাচ হবে যথাক্রমে- ৩১ অক্টোবর ও পহেলা নভেম্বর। সিরিজের শেষ দুই ম্যাচের ভেন্যু লাহোর।
৪ নভেম্বর তিন ম্যাচের ওয়ানডে সিরিজ খেলতে নামবে পাকিস্তান ও দক্ষিণ আফ্রিকা। এরপর ৬ ও ৮ নভেম্বর সিরিজের শেষ দুই ম্যাচ খেলবে তারা। ওয়ানডে সিরিজের সবগুলো ম্যাচই হবে ফয়সালাবাদে।
দীর্ঘ ১৭ বছর পর ফায়সালাবাদের ইকবাল স্টেডিয়ামে আন্তর্জাতিক ম্যাচ অনুষ্ঠিত হবে। ২০০৮ সালের এপ্রিলে সর্বশেষ এই ভেন্যুতে ওয়ানডে ম্যাচ অনুষ্ঠিত হয়েছিল। ঐ ম্যাচে মুখোমুখি হয়েছিল বাংলাদেশ ও পাকিস্তান। বৃষ্টি আইনে বাংলাদেশকে ৭ উইকেটে হারিয়েছিল পাকিস্তান।
সর্বশেষ ২০২১ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক টেস্ট ও টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। পাকিস্তানের মাটিতে মাত্র একবার দ্বিপাক্ষিক টি-টোয়েন্টি সিরিজ খেলেছিল প্রোটিয়ারা। ২০২১ সালের সফরে তিন ম্যাচের সিরিজ ২-১ ব্যবধানে হেরেছিল তারা। ঐ সফরে দুই ম্যাচের টেস্ট সিরিজে পাকিস্তানের কাছে হোয়াইটওয়াশ হয় দক্ষিণ আফ্রিকা।
২০০৭ সালে পাকিস্তানের মাটিতে দ্বিপাক্ষিক ওয়ানডে সিরিজ খেলেছিল দক্ষিণ আফ্রিকা। পাঁচ ম্যাচের সিরিজটি ৩-২ ব্যবধানে জিতেছিল প্রোটিয়ারা।
এ বছরের ফেব্রুয়ারিতে ওয়ানডে ফরম্যাটে পাকিস্তানের মাটিতে ত্রিদেশীয় সিরিজ খেলেছে দক্ষিণ আফ্রিকা। ঐ সিরিজের ফাইনালে উঠতে ব্যর্থ হয় প্রোটিয়ারা। দুই ম্যাচ খেলে দু’টিতেই হারে তারা।
দক্ষিণ আফ্রিকার পাকিস্তান সফরের সূচী :
১২-১৬ অক্টোবর : প্রথম টেস্ট, লাহোর
২০-২৪ অক্টোবর : দ্বিতীয় টেস্ট, রাওয়ালপিন্ডি
২৮ অক্টোবর : প্রথম টি-টোয়েন্টি, রাওয়ালপিন্ডি
৩১ অক্টোবর : দ্বিতীয় টি-টোয়েন্টি, লাহোর
১ নভেম্বর : তৃতীয় টি-টোয়েন্টি, লাহোর
৪ নভেম্বর : প্রথম ওয়ানডে, ফয়সালাবাদ
৬ নভেম্বর : দ্বিতীয় ওয়ানডে, ফয়সালাবাদ
৮ নভেম্বর : তৃতীয় ওয়ানডে, ফয়সালাবাদ