বোলিংয়ের অনুমতি পেলেন সুব্রায়েন

বাসস
প্রকাশ: ০৭ সেপ্টেম্বর ২০২৫, ২০:৫৫

ঢাকা, ৭ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : আন্তর্জাতিক ক্রিকেটে বোলিং করার অনুমতি পেলেন দক্ষিণ আফ্রিকার অফ স্পিনার প্রেনেলান সুব্রায়েন। গত মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ওয়ানডে অভিষেকে সুব্রায়েনের বিরুদ্ধে সন্দেহজনক বোলিং অ্যাকশনের অভিযোগ ওঠে। 

এরপর বোলিং অ্যাকশনে পরীক্ষা দেন সুব্রায়েন। তবে পরীক্ষায় সুব্রায়েন উতরে গেছেন বলে এক সংবাদ বিজ্ঞপ্তিতে নিশ্চিত করেছে ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল (আইসিসি)। সুব্রায়েনের বোলিং অ্যাকশন বৈধ বলে জানিয়েছে আইসিসি।

গত জুলাইয়ে বুলাওয়েতে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট অভিষেক হয় সুব্রায়েনের। পরের মাসে অস্ট্রেলিয়ার বিপক্ষে ম্যাচ দিয়ে  ওয়ানডে অভিষেক হয় তার। অস্ট্রেলিয়া ম্যাচেই সুব্রায়েনের বোলিং অ্যাকশন নিয়ে সন্দেহ প্রকাশ করা হয়। এরপর ১৪ দিনের মধ্যে আইসিসির অনুমোদিত ল্যাবে সুব্রায়েনকে বোলিং পরীক্ষা দিতে বলা হয়। 

নিয়ম অনুযায়ী, বল করার সময় সর্বোচ্চ ১৫ ডিগ্রি পর্যন্ত কনুই ভাঁজ করতে পারবে বোলাররা।

গত ২৬ আগস্ট আইসিসি অনুমোদিত টেস্টিং ল্যাব ব্রিসবেন ক্রিকেট সেন্টারে পরীক্ষা দেন সুব্রায়েন। আজ সেই পরীক্ষার ফল প্রকাশিত হয়েছে। 

আইসিসি জানিয়েছে, সুব্রায়েনের বোলিং অ্যাকশন বৈধ। আন্তর্জাতিক ক্রিকেটে বল করতে কোন বাঁধা নেই তার।

  • সর্বশেষ
  • জনপ্রিয়
সুদানের এল-ফাশারে আরএসএফ ড্রোন হামলায় ৩০ জন নিহত
মেক্সিকোতে ভারী বৃষ্টিপাতে ২৮ জনের মৃত্যু
চুয়াডাঙ্গায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা
যুক্তরাষ্ট্রের আইডাহোতে কাতারের বিমান ঘাঁটি নির্মাণে যুক্তরাষ্ট্রের চুক্তি
হাইতিতে অপুষ্টির ঝুঁকিতে প্রায় ৬০ লাখ মানুষ: জাতিসংঘ প্রতিবেদন
মার্কিন বিস্ফোরক কারখানায় বিস্ফোরণে নিখোঁজ ১৯
পিসিএ সমঝোতা দ্রুততম সময়ে সম্পন্ন করতে বাংলাদেশ-ইইউ ঐকমত্য
চুয়াডাঙ্গা বাসচাপায় মোটরসাইকেল আরোহী নিহত
দিনাজপুরে টাইফয়েড টিকাদান ক্যাম্পেইন,সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় 
লিবিয়ায় আগস্ট মাসে জাতিসংঘ মিশনে রকেট হামলার ঘটনায় আটক ২
১০