ঢাকা, ৮ সেপ্টেম্বর ২০২৫ (বাসস) : জো রুট ও জ্যাকব বেথেলের জোড়া সেঞ্চুরিতে সিরিজের তৃতীয় ও শেষ ওয়ানডেতে ইংল্যান্ড ৩৪২ রানের বড় ব্যবধানে হারিয়েছে সফরকারী দক্ষিণ আফ্রিকাকে। রান বিবেচনায় ওয়ানডে ক্রিকেট ইতিহাসে এটিই সবচেয়ে বড় জয়। এর আগে এই বিশ্ব রেকর্ডের মালিক ছিল ভারত। ২০২৩ সালে শ্রীলংকাকে ৩১৭ রানে হারিয়েছিল টিম ইন্ডিয়া।
এ ম্যাচে জয়ী হয়ে দক্ষিণ আফ্রিকার কাছে তিন ম্যাচের ওয়ানডে সিরিজে হোয়াইটওয়াশের লজ্জা এড়াতে পেরেছে। সিরিজের প্রথম দুই ম্যাচ জিতেছিল দক্ষিণ আফ্রিকা। ফলে ২-১ ব্যবধানে সিরিজ জয়ের স্বাদ নেয় প্রোটিয়ারা।
গত রাতে সাউদাম্পটনে টস হেরে প্রথমে ব্যাট করতে নেমে ৫৯ রানের সূচনা পায় ইংল্যান্ড। ওপেনার বেন ডাকেট ৩১ রানে ফেরার পর দ্বিতীয় উইকেটে রুটের সাথে ৫৮ রান যোগ করেন জেমি স্মিথ। ব্যক্তিগত ৬২ রানে থামেন স্মিথ।
১১৭ রানের মধ্যে দুই ওপেনার ফেরার পর তৃতীয় উইকেটে ১৪৪ বলে ১৮২ রান যোগ করেন রুট ও বেথেল। মারমুখী ব্যাটিংয়ে ওয়ানডে ক্যারিয়ারের প্রথম সেঞ্চুরি তুলে নেন বেথেল। শেষ পর্যন্ত ৮২ বলে ১৩ চার ও ৩ ছক্কায় ১১০ রানে আউট হন তিনি।
ইনিংসের ৪১তম ওভারে ও দলীয় ২৯৯ রানে বেথেল ফেরার পর শেষ ৫৮ বলে ১১৫ রান তুলে বড় সংগ্রহ পায় ইংল্যান্ড। ৫০ ওভারে ৫ উইকেটে ৪১৪ রান করে ইংলিশরা। দক্ষিণ আফ্রিকার বিপক্ষে এটি সর্বোচ্চ দলীয় রান ইংল্যান্ডের।
ওয়ানডেতে ১৯তম সেঞ্চুরি পূর্ণ করে কাটায় কাটায় ১০০ রানে থামেন রুট। ৯৬ বলের ইনিংসে ৬টি বাউন্ডারি মারেন তিনি। এছাড়া ইংল্যান্ডের ইনিংসের শেষ দিকে ৮টি চার ও ১টি ছক্কায় ৩২ বলে অপরাজিত ৬২ রান করেন জশ বাটলার।
জবাবে ইংল্যান্ড পেসার জোফরা আর্চারের তোপে দলীয় ৭ রানে ৪ উইকেট হারিয়ে শুরুতেই চাপে পড়ে দক্ষিণ আফ্রিকা। এরপর ৪৯ রানে সপ্তম উইকেট হারানোর পর ২০ দশমিক ৫ ওভারে ৭২ রানে অলআউট হয় প্রোটিয়ারা।
দলের পক্ষে কর্বিন বশ সর্বোচ্চ ২০ রান, কেশব মহারাজ ১৭ ও ট্রিস্টান স্টাবস ১০ রান করেন। ইংল্যান্ডের আর্চার ৪টি, আদিল রশিদ ৩টি ও ব্রাইডন কার্স ২টি উইকেট নেন। ম্যাচ সেরা হয়েছেন ইংল্যান্ডের আর্চার। যৌথভাবে সিরিজ সেরা হয়েছেন দক্ষিণ আফ্রিকার মহারাজ ও ইংল্যান্ডের রুট।
আগামী ১০ সেপ্টেম্বর থেকে কার্ডিফে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ শুরু করবে ইংল্যান্ড ও দক্ষিণ আফ্রিকা।